পটনা: সত্যিই ভারতীয়? নাকি…বাংলাদেশ, মায়ানমার আর নেপাল থেকে লোক ঢুকেছে বিহারে৷ সেই সন্দেহে এবার নোটিস গেল বিহারের প্রায় ৩ লক্ষ ভোটার৷ CNN-News18 কে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে যে, বিধানসভা নির্বাচনের আগে বিহারে যে স্পেশাল ইনটেসিভ রিভিশন (SIR) চলছে, তাতে ‘রহস্যময় ভোটার’ হিসাবে নোটিস পেয়েছেন ৩ লক্ষ ভোটার৷ যাঁদের জমা দেওয়া নথিপত্রের মধ্যে সমস্যা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷
advertisement
CNN-News18 কে কমিশনের এক আধিকারিক বলেছেন, ‘‘SIR অনুযায়ী, এই ৩ লক্ষ মানুষ বিহারের খসড়া ভোটার তালিকায় নিজেদের নাম লিখিয়েছেন৷ যদিও, তাঁদের নথিপত্র খতিয়ে দেখা গিয়েছে, সেখানে গন্ডগোল রয়েছে৷ এরপরে ফিল্ড ভিসিটে দেখা গিয়েছে, এরা হয়ত বাংলাদেশ, মায়ানমার কিংবা নেপাল থেকে এসেছে৷’’
বিহারের এই ভোটাররা পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, মধুবনি, কিসাণগঞ্জ, পূর্ণিয়া, কাঠিহার, আরারিয়া এবং সুপওলে এই ভোটারদের নিবাস বলে জানা গিয়েছে৷
বিজেপি নেতারা বারবার সংশয় প্রকাশ করেছেন, বিহারের এই জায়গার সীমান্ত ‘পোরাস’৷ এখান থেকেই বাংলাদেশি ও মায়ানমারের রোহিঙ্গারা বিহারে ঢোকেন৷
নিয়ম কী বলে?
SIR-এর নিয়ম অনুসারে, “ERO/AERO-এর বক্তব্যের আদেশ না দিয়ে, তদন্ত পরিচালনা করে এবং ন্যায্য ও যুক্তিসঙ্গত সুযোগ দেওয়ার পর, ১ অগাস্ট ২০২৫ তারিখে প্রকাশিত খসড়া তালিকা থেকে কোনও নাম বাদ দেওয়া যাবে না।“
সন্দেহভাজন ভোটারের বিরুদ্ধে আপত্তি দাখিল করা হলে ইসি কর্মকর্তারা সাধারণত তদন্ত করেন। কিন্তু সূত্র জানিয়েছে, যে এই তিন লক্ষ লোকের ক্ষেত্রে, যাচাই-বাছাইয়ে নিজে থেকেই অসঙ্গতি প্রকাশ পেয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, “এই ভোটারদের বেশিরভাগই ২০০৩ সালের ভোটার তালিকার অংশ ছিলেন না। আধার এবং অন্যান্য জমা দেওয়া নথিতে তাদের নাম, ঠিকানা এবং অন্যান্য বিবরণের মিল পাওয়া গেছে৷”
আরও পড়ুন: ‘বাঙালি হেনস্থা’ থেকে SIR! পুজোর আগে, বসতে চলেছে ৩ দিনের বিশেষ অধিবেশন
ইসিআই-এর তথ্য অনুসারে, এখনও পর্যন্ত মোট ১.৯৬ লক্ষ দাবি এবং আপত্তি গৃহীত হয়েছে। এই দাবি এবং আপত্তিগুলির বেশিরভাগই ব্যক্তি কর্তৃক দাখিল করা হয়েছে, ৮২টি রাজনৈতিক দল আপত্তি দাখিল করেছে, যার মধ্যে তিনটি আরজেডি এবং ৭৯টি সিপিআই (এমএল) কর্তৃক দাখিল করা হয়েছে।
নির্বাচনী নিবন্ধন কর্মকর্তারা নথিপত্র যাচাই-বাছাই চালিয়ে যাওয়ার সাথে সাথে নোটিস পাঠানোর সংখ্যা আরও বাড়তে পারে। SIR-এর প্রথম ধাপে মোট ৭.২৪ কোটি ভোটার খসড়া তালিকায় স্থান পেয়েছেন এবং ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেতে ভোটারদের ১১টি নির্দিষ্ট নথির মধ্যে একটি জমা দেওয়ার জন্য ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে।
SIR-এর প্রথম ধাপে মোট ৭.২৪ কোটি ভোটার খসড়া তালিকায় স্থান পেয়েছেন এবং ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেতে ভোটারদের ১১টি নির্দিষ্ট নথির মধ্যে একটি জমা দেওয়ার জন্য ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে।