TRENDING:

SIR in West Bengal Announced: আগামিকাল থেকে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ-সহ ১২ রাজ্যে এসআইআর শুরু, ঘোষণা করল নির্বাচন কমিশন

Last Updated:

SIR in West Bengal Announced by Election Commission: পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে একসঙ্গে এসআইআর শুরু হতে চলেছে। আগামী ১ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বলে কমিশন সূত্রে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধী ঘোষণা করল নির্বাচন কমিশন। এসআইআর ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ থেকে পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে একসঙ্গে এসআইআর শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবরে শুরু হচ্ছে এসআইআর।
সদ্যই বিহারে সম্পন্ন হয়েছে ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision)। কমিশন জানিয়েছে, অনুপ্রবেশকারী ও অবৈধকারীদের ভোটার তালিকা (Voter List) থেকে বাদ দিতেই এই পদক্ষেপ। ভারতীয় নাগরিকরাই যাতে ভোট দানের অধিকার পান তার জন্যই এই সংশোধনী।
সদ্যই বিহারে সম্পন্ন হয়েছে ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision)। কমিশন জানিয়েছে, অনুপ্রবেশকারী ও অবৈধকারীদের ভোটার তালিকা (Voter List) থেকে বাদ দিতেই এই পদক্ষেপ। ভারতীয় নাগরিকরাই যাতে ভোট দানের অধিকার পান তার জন্যই এই সংশোধনী।
advertisement

বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বলে কমিশন সূত্রে খবর। প্রথমেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফ্টকপি নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের (ইআরও) পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তার পরে সেগুলি পাঠানো হবে ছাপার জন্য।

আরও পড়ুন: দেশজুড়ে ২২ ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ UGC-র, বাংলার কোন ইউনিভার্সিটি তালিকায়?

এক জন ভোটারের জন্য দুটো করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন। এখন বাংলার ভোটার সংখ্যা প্রায় ৭.৬৫ কোটি। অর্থাৎ, তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে। ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পোঁছে দেবেন বিএলও-রা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি-সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে। অন্যটি বিএলও নিয়ে যাবেন।

advertisement

আরও পড়ুন: বয়স অনুযায়ী হাঁটার পরিমাণ আলাদা, রোজ যত খুশি হাঁটলে উল্টে শরীরের ক্ষতি! কতটা হাঁটবেন জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
১১০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মন্থা'! দিঘায় দফায় দফায় বৃষ্টি, ফুঁসছে সমুদ্র
আরও দেখুন

পশ্চিমবঙ্গের পাশাপাশি এসআইআর শুরু হচ্ছে তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে। দেশের মধ্যে প্রথম বিহারে এসআইআর করে কমিশন। প্রাথমিক ভাবে সে রাজ্যে ৬৫ লক্ষ লোকের নাম বাদ পড়ে। বিহারের সময়ই কমিশন জানিয়েছিল, ধাপে ধাপে সারা দেশে ওই সংশোধনের কাজ চলবে। সেইমতো প্রস্তুতিও শুরু হয়। বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেয় কমিশন। কাজ এগিয়ে রাখতে ম্যাপিং করে তারা। ২০০২ সালে বাংলায় শেষ বার এসআইআর হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
SIR in West Bengal Announced: আগামিকাল থেকে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ-সহ ১২ রাজ্যে এসআইআর শুরু, ঘোষণা করল নির্বাচন কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল