TRENDING:

Shatrughan Sinha: আসানসোলে বড় চমক শত্রুঘ্ন সিনহার! প্রচারে তুলবেন ঝড়, সঙ্গী কে জানেন?

Last Updated:

Shatrughan Sinha: বিজেপিতে যোগ দেওয়ার পর আসানসোলের সাংসদ পদ ছেড়েছেন বাবুল সুপ্রিয়। তাঁর জায়গায় উপনির্বাচনে পর্দার জনপ্রিয় অভিনেতাকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় স্তরে আরও অনেক বড় ভূমিকায় দেখতে চান শত্রুঘ্ন সিনহা। নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অকপট বলিউডের সুপারস্টার। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নিজেকে মোটেই 'বহিরাগত' ভাবেন না।বাংলা এবং আসানসোলের মানুষকে তাঁর বার্তা, যে লড়াই হবে, সেটা কোনও ব্যক্তির লড়াই হবে না। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় আমার ওপর যে বিশ্বাস রেখেছেন তার ওপরেই দাঁড়িয়েছি। সবাই একসঙ্গে মিলে যাতে সবার উন্নয়ন করা যায়, ভাল করা যায়, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা দেখতে হবে।" তিনি আরও বলেন, "প্রথম থেকেই যে লড়াই করে তিনি আজ নিজে, বাংলা এবং তাঁর দলকে যে জায়গায় নিয়ে গিয়েছেন, তা খুবই প্রশংসনীয় এবং অনুকরণীয়।" তবে, শত্রুঘ্ন জানিয়েছেন, তাঁর প্রচারে আসছেন কন্যা তথা বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ফলে প্রচার পর্বে যে ঝড় উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।
শত্রুঘ্নর বিরুদ্ধে কাকে মাঠে নামালো বিজেপি?
শত্রুঘ্নর বিরুদ্ধে কাকে মাঠে নামালো বিজেপি?
advertisement

বিজেপিতে যোগ দেওয়ার পর আসানসোলে সাংসদ পদ ছেড়েছেন বাবুল সুপ্রিয়। তাঁর জায়গায় উপনির্বাচনে পর্দার জনপ্রিয় অভিনেতাকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। বিজেপি ইতিমধ্যেই তাঁদের দলের প্রাক্তন সাংসদের গায়ে বহিরাগত তকমা লাগিয়ে দিতে মরিয়া হয়ে পথে নেমেছে। আজ সেই সমস্ত প্রশ্নের জবাব দিলেন শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, "যেভাবে সম্মান দিয়ে তিনি আমার নাম ঘোষণা করেছেন, সেখানে না করার কোনও প্রশ্নই নেই। বাংলার ভাষা, সংস্কৃতি, আমার খুবই পছন্দের। আমি অনেক বাংলা সিনেমা করেছি। প্রথম থেকেই বাংলার সঙ্গে আমার যোগাযোগ, আসা যাওয়া। আসানসোলে বাংলার অনেক লোকজন তো রয়েছেনই। সেইসঙ্গে পুরো ভারতবর্ষের মানুষ ওখানে থাকেন। বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুর, মহারাষ্ট্র সহ সারা দেশের মানুষ থাকেন আসানসোল, দুর্গাপুরে থাকেন।"

advertisement

আরও পড়ুন: দরজায় কড়া নাড়ছে 'বিপদ', বড় সিদ্ধান্ত নিলেন অনুব্রত মণ্ডল!

বিজেপির বহিরাগত তত্ত্ব নিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, "আমায় যদি বহিরাগত বলা হয়, তাহলে মোদিজী বারাণসীতে কী? এক হিন্দুস্তান, তাহলে কেন একটি রাজ্যে মানুষ সীমিত থাকবেন? আমি আজ যে নাম, যশ, খ্যাতি যাই অর্জন করেছি, সেটা শুধুমাত্র একটি প্রদেশ থেকেই নয়। বিহার, গুজরাত, উত্তরপ্রদেশ, বাংলা সবাই পছন্দ করেছেন বলেই আমি সবার গ্রহণযোগ্য তারকা হতে পেরেছি। হিন্দুস্তানকে এভাবে ভাগ করা যায় কি?"

advertisement

আরও পড়ুন: আনিস খানের মৃত্যু তদন্তে আর এক মাস সময়! গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাই কোর্টের!

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

শত্রুঘ্ন সিনহা বলেছেন. "মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার অনেকদিনের পুরনো সম্পর্ক। তিনি খুবই স্নেহপ্রবণ, ভাল মানুষ। এটা আমার কাছে খুব পাওনা , তিনি নিজে আমার নাম ঘোষণা করেছেন।" এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বাংলার বাঘিনী' বলে সম্মোধন করলেন অভিনেতা, রাজনীতিবিদ। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী দেশে বিরল। শত্রুঘ্ন সিনহা জানান, তিনি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন সেটাই নয়, তিনি তৃণমূল নেত্রীর ভক্ত।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Shatrughan Sinha: আসানসোলে বড় চমক শত্রুঘ্ন সিনহার! প্রচারে তুলবেন ঝড়, সঙ্গী কে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল