“এই কঙ্কালগুলি ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সময় নিহত ২৮২ জন ভারতীয় সৈন্যের। পঞ্জাবের অমৃতসরের কাছে আজনালায় একটি ধর্মীয় কাঠামোর নীচে থাকা একটি কুয়ো খননের সময় এই কঙ্কালগুলি মেলে,” বলেন সহকারী অধ্যাপক ডাঃ জেএস সেহরাওয়াত।
আরও পড়ুন- চিকেন শাওয়ারমাতে মিলল শিগেলা ও সালমোনেলা ব্যাকটেরিয়া! বিষক্রিয়া এড়াতে সতর্ক হন!
advertisement
আরও পড়ুন- ফের রহস্যময় রোগ ভারতে! টমেটো ফ্লুতে আক্রান্ত ৮০ জন শিশু! কী এর উপসর্গ?
“এই সৈন্যরা শুয়োরের মাংস এবং গরুর মাংসের গ্রীজ দেওয়া কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করেন বলে জানা গিয়েছে একটি গবেষণায়। মুদ্রা, পদক, ডিএনএ পরীক্ষা, মৌলিক বিশ্লেষণ, নৃতাত্ত্বিক বিশ্লেষণ, রেডিও-কার্বন ডেটিং সব থেকেই এই বিষয়টি স্পষ্ট,” বলেন ডাঃ জেএস সেহরাওয়াত।
১৮৫৭ সালের বিদ্রোহকে ইতিহাসবিদদের একাংশ স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করে থাকেন। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত কিছু ভারতীয় সৈন্য ধর্মীয় বিশ্বাসের কারণে শুয়োরের চর্বি এবং গরুর মাংসের গ্রিজ দেওয়া কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।