দ্রৌপদী জানিয়েছেন, তাঁর নাম প্রথমে ছিল পুটি। পরে সেই নাম বদলে স্কুলের এক শিক্ষক তাঁর নাম রাখেন দ্রৌপদী। পাশাপাশি তিনি ভাগ করেছেন নামকরণের প্রসঙ্গও৷ তাঁদের পরিবারে নামকরণ কীভাবে করা হয়, সে কথাও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর পরিবারে মেয়ে হলে ঠাকুরমার নামে নামকরণ করা হয়। আর ছেলে হলে নামকরণ হয় ঠাকুরদার নামে।
advertisement
আরও পড়ুন : ম্যাজিক! শরীরচর্চা না করেই ৯১ থেকে ৭৬, ভারতী সিং-এর ফিটনেসের গোপন রহস্য ভাইরাল
সোমবার রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু৷ সংসদের সেন্ট্রাল হলে তাঁকে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা (NV Ramana)। প্রথম আদিবাসী মহিলা হিসাবে দেশের সর্বোচ্চ নাগরিকের আসনে বসলেন দ্রৌপদী। শপথ নেওয়ার আগে এদিন সকালে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নতুন রাষ্ট্রপতি। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।