পুলিশের মতে, নির্যাতিতা একটি স্কুলে বিদেশী ভাষা পড়ান, তার স্বামীর সাথে গুরগাঁওতে থাকেন। সেপ্টেম্বরে অভিযুক্তদের একজন গৌরভের সঙ্গে দেখা হয় হিমাচল প্রদেশের একটি পার্টিতে। সেখানেই তাঁরা ফোন নম্বর বিনিময় করেন। তাঁদের মধ্যে যোগাযোগ ছিল এবং কয়েকবার দেখাও করেন।
আরও পড়ুন: তিস্তার বাঁধে ফাটল, বাড়ছে একের পর এক নদীর জল! প্রবল উদ্বেগে উত্তরবঙ্গের একাধিক এলাকা
advertisement
এর মধ্যেই ১ অক্টোবর, গৌরব নির্যাতিতা শিক্ষিকাকে ফোন করে দেখা করতে বলেন। তাতে সম্মতি দেন ওই যুবতী। পুলিশ জানিয়েছে, গৌরব তার বন্ধু নীরজ, যোগেশ (২৯), এবং অভিষেককে (২৮) ফোন করেন। রাতে সবাই মিলে যুবতীকে ধর্ষণ করেন।
আরও পড়ুন: উত্তরবঙ্গে বিপর্যয় নিয়ে টুইট প্রধানমন্ত্রীর! সেতু দুর্ঘটনায় মৃতদের সমবেদনা জানালেন মোদি
শিক্ষিকা পরের দিন সকালে থানায় যান এবং অভিযোগ দায়ের করেন। পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে এবং চারজন অভিযুক্তকে গ্রেফতার করে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুলিশ মুখপাত্র সন্দীপ কুমার জানান, মামলাটি নিয়ে আরও তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।