আরও পড়ুন- ‘বাবা আমাকে বাঁচাও…!’ ‘ইন্সপেক্টর’-এর ফোন পেয়ে আতঙ্কে পরিবার, তার পর যা হল! শিউরে উঠবেন
পাকিস্তানের নম্বর! ‘+92…’ থেকে কল ‘হেডমাস্টার’-এর কাছে, ছেলে হাজতে! তার পর?
advertisement
ফোন করেছিল যে, সেই ব্যক্তি হেডমাস্টার বলকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও দেয়। বল পান্ডে সব শুনে হতবাক। তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলেন ছেলেকে ডেকে তার সাথে কথা বলতে। স্ত্রী ছেলেকে ফোন করলে ছেলে ফোন তুলে তাঁর সুস্থতার কথা জিজ্ঞেস করেন। বল ও তাঁর স্ত্রী ছেলের সঙ্গে পুরো ঘটনাটি নিয়ে আলোচনা করলে ছেলেও তাঁদের জানায় যে এই ধরনের প্রতারণামূলক কল অনেক লোককে করা হচ্ছে। তিনি একেবারে নিরাপদে আছেন, আশ্বস্ত করেন বাবা-মাকে। এর পরে বল সেই ফোন করা পুলিশ অফিসারকে জানান, সব ঠিক আছে, ছেলের কিছুই হয়নি। একথা শুনে ভুয়ো পুলিশ অফিসার কলটি ডিসকানেক্ট করে মোবাইল বন্ধ করে দেয়।
আরও পড়ুন- আরে ওই বাড়িটাই জ্বলছে! ছুটল সবাই, এল দমকল, গেটের ভিতরে ঢুকে চোখ কপালে…! এ কী কাণ্ড!
এই ঘটনার পর হেডমাস্টার তাঁর বন্ধুদেরও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রতারণার কথা জানান। তবে অধ্যক্ষ সতর্ক হয়ে প্রতারকদের খপ্পরে পড়া থেকে রক্ষা পেলেও এ বিষয়ে থানায় অভিযোগ করেননি। তবে, পুলিশ কর্মকর্তারা বলের প্রজ্ঞার প্রশংসা করছেন এবং আতঙ্কিত হওয়ার পরিবর্তে এই ধরনের ফোন কলগুলি যাচাই করার জন্য জনগণের কাছে আবেদন করছেন। তবে পুলিশ বিষয়টি নজরে এনে ফোন করা প্রতারকদের তদন্ত শুরু করেছে। পাশাপাশি, ফোন নম্বরের প্রোফাইলে যে পুলিশ অফিসারের ছবি দেখা যাচ্ছে, সেই পুলিশ অফিসার কে তাও খতিয়ে দেখা হচ্ছে।