আরে ওই বাড়িটাই জ্বলছে! ছুটল সবাই, এল দমকল, আগুন নেভাতে গিয়ে চোখ কপালে...! এ কী কাণ্ড!
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
House on fire reveals shocking truth: সকালে তাঁর বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখে হট্টগোল শুরু হয়। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড ডেকে স্থানীয় লোকজন মিলে আগুন নেভানো হয়। কিন্তু এসে তাঁরা যা দেখলেন...!
advertisement
advertisement
ওই বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে লোকজনও নেভানোর জন্য প্রবেশ করে্ন। ভিতরে তাকিয়ে দেখেন আবর্জনায় ভরা। গেট থেকে কক্ষ পর্যন্ত আবর্জনা ছাড়া কিছুই ছিল না। প্রতিবেশীরা জানিয়েছেন যে কেদার বছরের পর বছর ধরে রাস্তা থেকে অনেক ট্রাক বোঝাই আবর্জনা সংগ্রহ করেছেন। এতেই হঠাৎ আগুন লেগে যায়।
advertisement
বাড়ি থেকে আবর্জনার বেশ কিছু ট্রলি সরিয়ে নেওয়া হয়েছে। কেদার রাজপুত সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন, তার পর বাড়িতে প্রচুর আবর্জনা সংগ্রহ করেছিলেন। সকালে তাঁর বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখে হট্টগোল শুরু হয়। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড ডেকে স্থানীয় লোকজন মিলে আগুন নেভায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে পৌর কর্পোরেশনের কর্মীরা সেখানে আসেন। ভেতরে গিয়ে ময়লার স্তূপ দেখে হতবাক হয়ে যান তাঁরাও।
advertisement
ময়লা-আবর্জনা থেকেও দুর্গন্ধ আসছিল। এরপর শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। বুলডোজার ডেকে বাড়ি থেকে আবর্জনার বেশ কিছু ট্রলি সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, কেদারের এই এক অদ্ভুত অভ্যাস রয়েছে। রাস্তা দিয়ে চলার সময় ময়লা-আবর্জনা, ছেঁড়া কাপড় ও ময়লা বাড়িতে নিয়ে আসতেন। বহুবার এই বিষয়ে অভিযোগ উঠলেও কারও কথায় কান দেননি কেদার।
advertisement
advertisement