TRENDING:

বিরাট খবর! নির্বাচন কমিশনার নিয়োগের ফাইল চাইল সুপ্রিম কোর্ট, খতিয়ে দেখা হবে পদ্ধতি

Last Updated:

খতিয়ে দেখতেই ফাইল তলব করল শীর্ষ আদালত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নির্বাচন কমিশনার নিয়োগের যাবতীয় ফাইল চাইল দেশের শীর্ষ আদালত৷ জাতীয় নির্বাচন কমিশনার হিসাবে গত ১৯ নভেম্বর নিয়োগ করা হয়েছে অরুণ গোয়েলকে৷ তাঁর নিয়োগে কোনওরকম গোলমাল আছে কি না, তা খতিয়ে দেখতেই ফাইল তলব করল শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্টের বিচারপতি কেএম জোসেফের নেতৃত্বে পাঁচ সদস্যের তৈরি ডিভিশন বেঞ্চ এই ফাইল তলব করেছে৷ এর আগে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি আবেদন করেছিলেন যাতে এই ফাইলগুলি দেখতে না চাওয়া হয়৷ সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালকত৷
advertisement

এই বিষয়ে আদালতে মামলা করেন আইনজীবী প্রশান্ত ভূষণ৷ তাঁর আবেদনের ভিত্তিতে মামলা ওঠে বিচারপতি জোসেফ-সহ বিচারপতি অনিরুদ্ধ বসু, অজয় রস্তোগি, ঋষিকেশ রায় ও সিটি রবীকুমারের বেঞ্চে৷ সেখানে সরকারি আইনজীবী বলেছিলেন, এটিকে একক বিষয় হিসাবে দেখা উচিত না, সামগ্রিক বিষয় হিসাবে দেখা উচিত৷

আরও পড়ুন: ৩১ ডিসেম্বর পর্যন্ত বড় নির্দেশ সরকারের, বিরাট স্বস্তিতে রাজ্যের কৃষকরা!

advertisement

আরও পড়ুন: মিঠুনেই মাত করার পরিকল্পনা বিজেপির, বেছে-বেছে দেওয়া হচ্ছে কর্মসূচি

আদালতের তরফ থেকে বলা হয়েছে, ‘‘আমরা এটি, অর্থাৎ নিয়োগের পদ্ধতিটি দেখতে চাই৷ আমরা এটি শুধু আমাদের রেকর্ডের জন্য রাখতে চাই এমনটা নয়, আমরা চাই সবটা খতিয়ে দেখতে, দেখতে চাই যে কী ভাবে এই নিয়োগ প্রক্রিয়া চলেছে৷ আমরা এই বিষয়টি নিয়ে শুনানি যখন করছিলাম, তখনই একজন নতুন মানুষকে নিয়োগ করা হয়েছে৷ এটির মধ্যে যোগসূত্র থাকতে পারে৷ আপনাকে কাল পর্যন্ত সময় দেওয়া হল৷ আপনারা নথি জমা করুন৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আবেদনকারী আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেছেন, ‘‘এতদিন সচিব স্তরের একজন এই কমিশনার হিসাবে কাজ করছিলেন৷ হঠাৎ তাঁকে বদলে তাঁর বদলে একজনকে নিয়োগ করা হল৷ তাঁকে ভিআরএস দিয়ে দেওয়া হল, কেন?’’

বাংলা খবর/ খবর/দেশ/
বিরাট খবর! নির্বাচন কমিশনার নিয়োগের ফাইল চাইল সুপ্রিম কোর্ট, খতিয়ে দেখা হবে পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল