এই বিষয়ে আদালতে মামলা করেন আইনজীবী প্রশান্ত ভূষণ৷ তাঁর আবেদনের ভিত্তিতে মামলা ওঠে বিচারপতি জোসেফ-সহ বিচারপতি অনিরুদ্ধ বসু, অজয় রস্তোগি, ঋষিকেশ রায় ও সিটি রবীকুমারের বেঞ্চে৷ সেখানে সরকারি আইনজীবী বলেছিলেন, এটিকে একক বিষয় হিসাবে দেখা উচিত না, সামগ্রিক বিষয় হিসাবে দেখা উচিত৷
আরও পড়ুন: ৩১ ডিসেম্বর পর্যন্ত বড় নির্দেশ সরকারের, বিরাট স্বস্তিতে রাজ্যের কৃষকরা!
advertisement
আরও পড়ুন: মিঠুনেই মাত করার পরিকল্পনা বিজেপির, বেছে-বেছে দেওয়া হচ্ছে কর্মসূচি
আদালতের তরফ থেকে বলা হয়েছে, ‘‘আমরা এটি, অর্থাৎ নিয়োগের পদ্ধতিটি দেখতে চাই৷ আমরা এটি শুধু আমাদের রেকর্ডের জন্য রাখতে চাই এমনটা নয়, আমরা চাই সবটা খতিয়ে দেখতে, দেখতে চাই যে কী ভাবে এই নিয়োগ প্রক্রিয়া চলেছে৷ আমরা এই বিষয়টি নিয়ে শুনানি যখন করছিলাম, তখনই একজন নতুন মানুষকে নিয়োগ করা হয়েছে৷ এটির মধ্যে যোগসূত্র থাকতে পারে৷ আপনাকে কাল পর্যন্ত সময় দেওয়া হল৷ আপনারা নথি জমা করুন৷’’
আবেদনকারী আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেছেন, ‘‘এতদিন সচিব স্তরের একজন এই কমিশনার হিসাবে কাজ করছিলেন৷ হঠাৎ তাঁকে বদলে তাঁর বদলে একজনকে নিয়োগ করা হল৷ তাঁকে ভিআরএস দিয়ে দেওয়া হল, কেন?’’