প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে এবার উত্তর প্রদেশেই সবথেকে বড় ধাক্কা খেয়েছে বিজেপি৷ ২০১৯ সালে যেখানে উত্তর প্রদেশে বিজেপির আসন সংখ্যা ছিল ৬২, সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ৩৩-এ৷ কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জোট জয়ী হয়েছে ৪৩টি আসনে৷ ফলে ভগবৎ-যোগী বৈঠক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে৷
আরও পড়ুন: শূন্যের গেরো চলছেই, তবু কংগ্রেসের হাত ছাড়ছে না বামেরা! উপনির্বাচনে কোথায় কার প্রার্থী?
advertisement
পাঁচ দিনের সফরে উত্তর প্রদেশের গোরক্ষপুরে পৌঁছেছেন আরএসএস প্রধান৷ শনিবার প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে এবং সরকারি প্রকল্পের অগ্রগতি দেখতে সেখানে পৌঁছবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তার পরই দুজনের বৈঠক হওয়ার কথা৷ গোরক্ষপুর যোগীর নিজের জেলা বলেই পরিচিত৷
বৃহস্পতিবার গোরক্ষপুরে আরএসএস-এর একটি শিবিরে অংশ নেন মোহন ভগবৎ৷ ওই শিবিরে কাশী, কানপুর, গোরক্ষপুর সহ উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে আরএসএস-এর প্রায় ২৮০ জন ক্যাডারও অংশ নিয়েছিলেন৷ ওই শিবিরে দেশের রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি এবং সঙ্ঘের বিস্তার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন মোহন ভগবৎ৷
গত সোমবার নাগপুরে আরএসএস-এর একটি প্রশিক্ষণ শিবিরেও মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভগবৎ৷ তাৎপর্যপূর্ণ মন্তব্য করে সেখানেও তিনি বলেন, মণিপুর সমস্যার সমাধান করাই এই মুহূর্তে অগ্রাধিকার হওয়া উচিত৷
