West Bengal by elections 2024: শূন্যের গেরো চলছেই, তবু কংগ্রেসের হাত ছাড়ছে না বামেরা! উপনির্বাচনে কোথায় কার প্রার্থী?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:UJJAL ROY
Last Updated:
West Bengal by elections 2024 : এই চার কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল৷ চার কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আগামিকাল বৈঠকে বসতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷
কলকাতা: লোকসভা নির্বাচনে এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন রফা করেও শূন্যের গেরো কাটেনি বামেদের৷ বরং একটি আসনে জিতে কোনওক্রমে অলিখিত জোটের মানরক্ষা করেছে কংগ্রেস৷ তার পরেও অবশ্য কংগ্রেসের হাত ছাড়ছে না বামেরা৷ আগামী মাসে রাজ্যের চারটি আসনের উপনির্বাচনেও বাম-কংগ্রেস আসন সমঝোতা বজায় থাকছে৷
আগামী ১০ জুলাই রাজ্যের চারটি কেন্দ্র মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন৷ বামফ্রন্ট সূত্রে খবর, এই চারটি আসনের মধ্যে রায়গঞ্জ কেন্দ্রটি ছাড়া হচ্ছে কংগ্রেসকে৷ বাকি তিন কেন্দ্রের মধ্যে মধ্যে দুটিতে লড়বে সিপিআইএম৷ একটি আসন ছাড়া হবে বাম শরিক ফরওয়ার্ড ব্লককে৷
advertisement
advertisement
সিপিএম সূত্রে খবর, মানিকতলা কেন্দ্রে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী রাজীব মজুমদার৷ রানাঘাট দক্ষিণ কেন্দ্রে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী হতে পারেন অরিন্দম বিশ্বাস৷ বাগদা কেন্দ্রটি শরিক দল ফরওয়ার্ড ব্লককে ছাড়া হবে৷ ওই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হতে পারেন গৌরাদিত্য বিশ্বাস৷
এই চার কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল৷ চার কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আগামিকাল বৈঠকে বসতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ যে চার কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে মানিকতলা বাদে তিনটি কেন্দ্রই ছিল বিজেপির দখলে৷ লোকসভা নির্বাচনেও রাজ্যে বিপর্যয়ের পর উপনির্বাচনে বামেরা উল্লেখযোগ্য কোনও ফল করতে পারে কি না, সেদিকেই এখন নজর বাম কর্মী সমর্থকদের৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2024 7:57 PM IST