West Bengal by elections 2024: শূন্যের গেরো চলছেই, তবু কংগ্রেসের হাত ছাড়ছে না বামেরা! উপনির্বাচনে কোথায় কার প্রার্থী?

Last Updated:

West Bengal by elections 2024 : এই চার কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল৷ চার কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আগামিকাল বৈঠকে বসতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷

কলকাতা: লোকসভা নির্বাচনে এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন রফা করেও শূন্যের গেরো কাটেনি বামেদের৷ বরং একটি আসনে জিতে কোনওক্রমে অলিখিত জোটের মানরক্ষা করেছে কংগ্রেস৷ তার পরেও অবশ্য কংগ্রেসের হাত ছাড়ছে না বামেরা৷ আগামী মাসে রাজ্যের চারটি আসনের উপনির্বাচনেও বাম-কংগ্রেস আসন সমঝোতা বজায় থাকছে৷
আগামী ১০ জুলাই রাজ্যের চারটি কেন্দ্র মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন৷ বামফ্রন্ট সূত্রে খবর, এই চারটি আসনের মধ্যে রায়গঞ্জ কেন্দ্রটি ছাড়া হচ্ছে কংগ্রেসকে৷ বাকি তিন কেন্দ্রের মধ্যে মধ্যে দুটিতে লড়বে সিপিআইএম৷ একটি আসন ছাড়া হবে বাম শরিক ফরওয়ার্ড ব্লককে৷
advertisement
advertisement
সিপিএম সূত্রে খবর, মানিকতলা কেন্দ্রে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী রাজীব মজুমদার৷ রানাঘাট দক্ষিণ কেন্দ্রে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী হতে পারেন অরিন্দম বিশ্বাস৷ বাগদা কেন্দ্রটি শরিক দল ফরওয়ার্ড ব্লককে ছাড়া হবে৷ ওই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হতে পারেন গৌরাদিত্য বিশ্বাস৷
এই চার কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল৷ চার কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আগামিকাল বৈঠকে বসতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ যে চার কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে মানিকতলা বাদে তিনটি কেন্দ্রই ছিল বিজেপির দখলে৷ লোকসভা নির্বাচনেও রাজ্যে বিপর্যয়ের পর উপনির্বাচনে বামেরা উল্লেখযোগ্য কোনও ফল করতে পারে কি না, সেদিকেই এখন নজর বাম কর্মী সমর্থকদের৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal by elections 2024: শূন্যের গেরো চলছেই, তবু কংগ্রেসের হাত ছাড়ছে না বামেরা! উপনির্বাচনে কোথায় কার প্রার্থী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement