ঘটনাটি ঘটে কেরলের কাসারাগোডে৷ তাঁর ২০০০ স্কোয়ার ফুটের বিশাল বাড়ি বিক্রি ছাড়া কোনও উপায় ছিল না মহম্মদ বাওয়ার কাছে৷ বাড়ি বিক্রির টাকায় দেনা মুক্ত হয়ে এক ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন এই ব্যক্তি৷ মহম্মদ বাওয়ার স্ত্রী রয়েছেন৷ সঙ্গে রয়েছে ৪ কন্যা সন্তান ও ১ পুত্র সন্তান৷ দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে৷ মেয়েদের বিয়ে দেওয়ার পর, বাড়ি তৈরি করেন তিনি৷ তাতে দেনা হয় ৫০ লক্ষ টাকা৷ সেই টাকা আর কোনও ভাবে শোধ না করতে পেরে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন তিনি৷ তবে ভাগ্যের জোরে তাকে আর বাড়ি বিক্রি করতে হয়নি৷ উল্টে লটারির ১ কোটি টাকা পেয়ে আপ্লুত হন ৫০ বছরের এই ব্যক্তি৷
advertisement
আরও পড়ুন China Unemployment: চিনের লক্ষ লক্ষ যুবক বেকার, সরকারি অফিসে কেরানির চাকরির আবেদন ইঞ্জিনিয়ারদের
এক সংবাদপত্রে সাক্ষাৎকারে তিনি জানান যে, গত ৪ মাস খুব সমস্যার মধ্যে ছিলাম৷ এখনও বিশ্বাস করতে পারছি না যে এমনও হতে পারে৷ ভাগ্য এত সহায় হবে ভাবতে পারিনি৷ গত চার মাস ধরেই লটারির টিকিট কিনছি৷ অনেক আশা নিয়ে৷ শেষ পর্যন্ত সেই আশা পূর্ণ হল৷ আমি খারাপ অবস্থা থেকে মুক্তি পেলাম৷
ব্যাঙ্ক, আত্মীয়দের থেকে টাকা ধার করেন তিনি৷ শুধু মেয়েদের বিয়ে বা বাড়ি তৈরি নয়, ছেলেকে বিদেশে পাঠাতেও গেলেছে টাকা৷ লটারির টাকা পেয়ে আর বাড়ি বিক্রি করতে হয়নি তাঁকে৷ সব শোধ করে নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন মহম্মদ বাওয়া৷