TRENDING:

Royal Bengal Tiger Death: চরম মর্মান্তিক ঘটনা, পিটিয়ে মারা হল বাঘ! কেটে নেওয়া হল তার চামড়া, কান, দাঁত, মাংস, কোথায় জানুন...

Last Updated:

Royal Bengal Tiger Death: অসমের গোলাঘাটে বাঘটিকে মানুষখেকো ভেবে নির্মমভাবে হত্যা করল গ্রামবাসীরা। ধারালো অস্ত্রে কুপিয়ে চামড়া, কান, লেজ, নখ কেটে নেওয়া হয়, বিস্তারিত জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: অসমের গোলাঘাট জেলার ডুমুখিয়া গ্রামে ভয়াবহ এক ঘটনা ঘটেছে৷ সেখানে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারকে নির্মমভাবে হত্যা করেছে এক উত্তেজিত জনতা।
চরম মর্মান্তিক ঘটনা, পিটিয়ে মারা হল বাঘ! কেটে নেওয়া হল তার চামড়া, কান, দাঁত, মাংস, কোথায় জানুন...(Image: News18)
চরম মর্মান্তিক ঘটনা, পিটিয়ে মারা হল বাঘ! কেটে নেওয়া হল তার চামড়া, কান, দাঁত, মাংস, কোথায় জানুন...(Image: News18)
advertisement

কেন এমন হল এবং কীভাবে বাঘটি এমন জনতার সামনে আসল? বন দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, কাজিরাঙা ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে আসা বাঘটি গ্রামে আশ্রয় নিয়েছিল। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে মানুষখেকো সন্দেহে ঘিরে ধরে বর্শা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

আরও পড়ুন: ১২ বছরের কিশোরীর উপর চরম অত্যাচার, শারীরিক হেনস্থা ৫ নাবালকের! রেকর্ড করা হল ভিডিও, যোগী রাজ্যে শিউরে ওঠা ঘটনা…

advertisement

বাঘটির দেহ যেভাবে পাওয়া গেছে, তা আরও ভয়ঙ্কর৷ দেখা গিয়েছে, তার শরীর থেকে চামড়া ছাঁড়ানো হয়েছে, কান ও লেজ কেটে নেওয়া হয়েছে, নখ ও গোঁফ পর্যন্ত তুলে ফেলা হয়েছে। কর্মকর্তাদের মতে, বাঘটির একটি পা এবং শরীরের বেশ কিছু অংশের মাংসও নিখোঁজ।

ঘটনাটি ঘটেছে খুমটাই এলাকায়। বনকর্মীরা জানিয়েছেন, গ্রামে আশ্রয় নেওয়ার পর কিছুদিন না কি বাঘটি ভালই উৎপাত শুরু করেছিল৷ গত কয়েকদিনে সেটি বেশ কয়েকজনকে আক্রমণ করেছিল বলে অভিযোগ ছিল গ্রামবাসীদের। বাঘের ভয়ে বাড়ি থেকে বেড়োতে ভয় পাচ্ছিল সবাই৷ এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত৷ স্থানীয়রা একসঙ্গে বাঘটিকে ঘিরে ধরে আক্রমণ চালায়। তারা লাঠি, দা, রড ও অন্যান্য স্থানীয় অস্ত্র ব্যবহার করে বাঘটিকে হত্যা করে।

advertisement

আরও পড়ুন: ট্রেনের ওয়েটিং টিকিট কনফার্ম হবে কি না তা নিয়ে চিন্তায়! রেলওয়ের এই সিক্রেট ফর্মুলা জানুন, কাজে আসবে…

বন ও পুলিশ বিভাগের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে বাঘটি মারা যায়। কর্মকর্তারা জানান, তারা বাঘের দেহ উদ্ধার করেছেন এবং ঘটনাস্থলে পৌঁছতেই স্থানীয়রা পালিয়ে যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনার পর বন দফতরের পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয়েছে। পরিবেশবিদদের মতে, এটি একটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। একদিকে যেমন বন্যপ্রাণী রক্ষার জন্য কড়া আইন রয়েছে, অন্যদিকে এরকম ঘটনা সেই আইনকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। তদন্ত চলছে, অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Royal Bengal Tiger Death: চরম মর্মান্তিক ঘটনা, পিটিয়ে মারা হল বাঘ! কেটে নেওয়া হল তার চামড়া, কান, দাঁত, মাংস, কোথায় জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল