TRENDING:

Car Accident: আত্মীয়ের শেষকৃত্য থেকে ফেরার পথে খাদে পড়ল গাড়ি! মৃ*ত্যু ৭ জনের, র*ক্তে ভাসল এলাকা

Last Updated:

Road Accident news: হরিদ্বার থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গিয়েছে মৃত আত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রিং রোড থেকে আন্ডারপাসে পড়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিদ্বার: হরিদ্বার থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গিয়েছে মৃত আত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রিং রোড থেকে আন্ডারপাসে পড়ে যায়। এর জেরে দুই পরিবারের সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পথের বলি সিভিক
পথের বলি সিভিক
advertisement

আরও পড়ুন: মোমো খাইয়ে স্ত্রীকে অচেতন করল স্বামী, তারপর তিনজন মিলে জোর করে চলল গণসঙ্গম! শেষে ফেলে পালাল রাস্তায়

পুলিশের মতে, দুর্ঘটনাটি শনিবার গভীর রাতে শিবদাসপুরা থানার এলাকায় প্রহ্লাদপুরার কাছে ঘটে, যখন একটি দ্রুতগামী গাড়ি একটি ডিভাইডারে আঘাত করে এবং তারপর রিং রোড থেকে প্রায় ১৬ ফুট নিচে পড়ে যায়।

advertisement

স্থানীয়রা রবিবার ক্ষতিগ্রস্ত গাড়িটি দেখতে পেয়ে পুলিশকে সতর্ক করে। পরবর্তীতে, গাড়িটি ক্রেনের সাহায্যে টেনে বের করা হয়। “গাড়ির সমস্ত সাতজন যাত্রীকে ভিতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে,” সংবাদ সংস্থা PTI শিবদাসপুরা SHO সুরেন্দ্র সাইনি কে উদ্ধৃত করে বলেছে।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত্যু নিয়ে খুনের অভিযোগ ছাত্রীর বাবার! দেখুন ভিডিও

advertisement

নিহতদের মধ্যে ছিলেন রামরাজ বৈষ্ণব, ভাটিকা, সাঙ্গানের বাসিন্দা; তার স্ত্রী মধু; তাদের ছেলে রুদ্র; রামরাজের আত্মীয় ক্যালুরাম কেকরি, আজমের থেকে; ক্যালুরামের স্ত্রী সীমা; তাদের ছেলে রোহিত; এবং গজরাজ। সাইনি জানিয়েছেন যে দুর্ঘটনাটি সম্ভবত শনিবার গভীর রাতে ঘটেছে, যদিও সঠিক সময় জানা যায়নি। “এটি শুধুমাত্র রবিবার দুপুরে আলোচনায় আসে যখন ক্ষতিগ্রস্ত গাড়িটি আন্ডারপাসে দেখা যায়,” তিনি যোগ করেন।

advertisement

পুলিশের মতে, রামরাজ, একজন ট্যাক্সি চালক, ক্যালুরাম এবং তাদের পরিবারের সাথে মৃত আত্মীয়ের ছাই বিসর্জন করতে হারিদ্বার গিয়েছিলেন। দুর্ঘটনাটি তাদের জয়পুরে ফেরার পথে ঘটে।

বাংলা খবর/ খবর/দেশ/
Car Accident: আত্মীয়ের শেষকৃত্য থেকে ফেরার পথে খাদে পড়ল গাড়ি! মৃ*ত্যু ৭ জনের, র*ক্তে ভাসল এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল