২০০২ সালের ভোটার তালিকা দেখবেন কীভাবে? কয়েকটি সহজ ধাপেই মিলবে নিজের নাম
- Published by:Tias Banerjee
Last Updated:
Voter List of 2002: ২০০২ সালে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে? জানবেন কী ভাবে? সহজ এই পদ্ধতিতে করে দেখুন। নিজেই পারবেন।
advertisement
1/8

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে SIR বা Special Intensive Revision of Electoral Rolls। নির্বাচন কমিশনের তরফে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন পর্ব সম্পন্ন হওয়ার পর এবার কমিশনের নজর রাজ্যের দিকে।
advertisement
2/8
সূত্রের খবর, চলতি এসআইআর প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার তালিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কমিশন সূত্রে ইঙ্গিত, বিহারের মডেল অনুসরণে বাংলাতেও ২০০২ সালের সংশোধিত তালিকাকেই প্রাথমিক ভিত্তি হিসেবে ব্যবহার করা হতে পারে।
advertisement
3/8
ফলে, অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে— ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা জানবেন কীভাবে? এ নিয়ে নির্বাচন কমিশন বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। প্রথমেই নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে, তাঁরা অনলাইনে গিয়ে নিজস্ব ভোটার তথ্য যাচাই করে নিন।
advertisement
4/8
প্রথমে গুগলে গিয়ে ‘2002 West Bengal Voter List’ লিখে সার্চ করতে পারেন, অথবা সরাসরি ceowestbengal.nic.in/Roll_dist লিঙ্কে ক্লিক করলেই সংশ্লিষ্ট পেজে পৌঁছবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর নিজের জেলা নির্বাচন করতে হবে। জেলা নির্বাচন করার পর খুলে যাবে বিধানসভা কেন্দ্রগুলির তালিকা। সেখান থেকে নিজের বিধানসভা কেন্দ্র বেছে নিতে হবে। পরবর্তী ধাপে ভোটকেন্দ্র বা বুথ নির্বাচন করতে হবে — অর্থাৎ আপনি যে বুথে বা স্কুলে গিয়ে ভোট দিয়েছেন। বুথের পাশে থাকা ‘Final Roll’ বা ‘চূড়ান্ত তালিকা’-তে ক্লিক করলেই খুলে যাবে ২০০২ সালের ভোটার তালিকা। সেখানে নিজের নাম ও তথ্য খুঁজে পাওয়া যাবে।
advertisement
5/8
অন্য দিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, SIR প্রক্রিয়ার মূল দায়িত্ব বর্তাবে বুথ লেভেল অফিসার (BLO)-দের উপরেই। প্রতিটি ভোটারের সুবিধার জন্য ‘Book-a-Call with BLO’ পরিষেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে যে কোনও ভোটার সরাসরি নিজের বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এজন্য প্রয়োজন হবে ‘ECI Net’ অ্যাপ। সেখানে Connect with Election Officials বিভাগে গিয়ে নিজের EPIC নম্বর টাইপ করলেই BLO সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে।
advertisement
6/8
এছাড়া, নির্বাচন কমিশন (ECI) ভোটারদের সুবিধার জন্য একটি টোল-ফ্রি হেল্পলাইন পরিষেবা চালু করেছে। নম্বরটি হল 1800-11-1950। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নম্বরে ফোন করে ভোটার তালিকা, অভিযোগ বা পরামর্শ সংক্রান্ত তথ্য জানা যাবে। পাশাপাশি, অভিযোগ জানানো যাবে complaints@eci.gov.in ই-মেল আইডিতেও।
advertisement
7/8
কমিশনের নির্দেশে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে State Contact Centre (SCC) এবং District Contact Centre (DCC) চালু করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নাগরিকেরা স্থানীয় ভাষায় উত্তর পান। অভিযোগের নিষ্পত্তি করতে হবে সর্বাধিক ৪৮ ঘণ্টার মধ্যে।
advertisement
8/8
নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষ সংশোধন প্রক্রিয়ায় নাগরিকদের সহযোগিতা ও সতর্কতা সবচেয়ে জরুরি। সঠিক তথ্য যাচাই করেই তৈরি হবে রাজ্যের নতুন ভোটার তালিকা।