ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। মৃতদের দেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি দ্রুত গতিতে আসছিল, কিন্তু রাস্তার মাঝখানে হঠাৎ ষাঁড়ের সাথে ধাক্কা লাগার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আরও পড়ুন: অন্ধবিশ্বাসের জের, মাকে কেরোসিন খাইয়ে দিল ছেলে! জানুন সেই হাড়হিম করে দেওয়া ঘটনা…
advertisement
বুধবার সকালে দৌসা জেলার মধ্য দিয়ে যাওয়া ন্যাশনাল হাইওয়ে-২১ এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। পিপলখেড়া গ্রামের কাছে ভক্তদের ভর্তি বাসটি উল্টে যায়। প্রয়াগরাজ থেকে হনুমানগড়ের রাওয়াতসর যাচ্ছিল বাসটি, যা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশের তথ্য অনুযায়ী, বালাহেড়ি থানা এলাকার পিপলখেড়া গ্রামের কাছে দ্রুতগতির বাসের সামনে হঠাৎ একটি ষাঁড় চলে আসে৷ আচমকা হওয়া ঘটনায় বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ষাঁড়কে বাঁচাতে গিয়ে উল্টে যায় সেটি৷ এই দুর্ঘটনায় বাসে থাকা ১৫ জন ভক্ত আহত হয়েছেন, এবং দুই মহিলা ভক্তের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে মহুয়া এবং বালাজি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করে। মৃত মহিলা ভক্তদের দেহ মহুয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত আটজন ভক্তকে মহুয়া থেকে দৌসা জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
আরও পড়ুন: দুই বছর আগেই কেনা হয়েছিল সেকেন্ড হ্যান্ড ফ্রিজ! হঠাৎ আগুনে সব শেষ, পুড়ে ছাই হয়ে গেল সব…
মৃতদের মধ্যে সুন্দর দেবী জাট, বাসিন্দা হরিপুরা হনুমানগড় এবং ভান্বরী দেবী শর্মা, বাসিন্দা হরিসার চুরু রয়েছেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটি হাইওয়ে থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
ঘটনাস্থলের কাছের গ্রামের বাসিন্দারা জানান, সকালে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে পিপলখেড়া গ্রামের লোকজনের ঘুম ভেঙে যায়। গ্রামবাসীরা দ্রুত হাইওয়ের দিকে ছুটে যায়। ঘটনাস্থলে দুর্ঘটনাগ্রস্ত বাস দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। অন্যদিকে, হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনায় বাসে থাকা ভক্তদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। লোকজন আহত ভক্তদের বাস থেকে বের করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।