Son Killed Mother: অন্ধবিশ্বাসের জের, মাকে কেরোসিন খাইয়ে দিল ছেলে! জানুন সেই হাড়হিম করে দেওয়া ঘটনা...

Last Updated:

Son Killed Mother: ভােপালে ভয়ঙ্কর ঘটনা। অন্ধবিশ্বাসের জেরে মাকে কেরোসিন খাইয়ে দিল ছেলে। তারপর যা হল, জানুন ঘটনাটি...

অন্ধবিশ্বাসের জের, মাকে কেরোসিন খাইয়ে দিল ছেলে! জানুন সেই হাড়হিম করে দেওয়া ঘটনা...
অন্ধবিশ্বাসের জের, মাকে কেরোসিন খাইয়ে দিল ছেলে! জানুন সেই হাড়হিম করে দেওয়া ঘটনা...
ভোপাল: মধ্যপ্রদেশে ঘটে গেল এক হাড়হিম করে দেওয়া ঘটনা। ভোপালে এক ছেলে নিজের মাকে কেরোসিন খাইয়ে দিয়েছে বলে খবর। কারণ জানলে চমকে উঠবেন।
খুব স্বাভাবিকভাবেই কেরোসিন খাওয়ানোর পর ওই মহিলার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু লাভ হয়নি। চিকিৎসার মাঝেই মৃত্যু হয় তাঁর ।
advertisement
জানা গিয়েছে, মৃত ওই মহিলা বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। স্ট্রোকে আক্রান্ত হয়ে চলাফেরা করার ক্ষমতা হারিয়েছিলেন তিনি। এদিকে ছেলেও যত্নের ত্রুটি রাখত না মায়ের৷ কিন্তু সে যে অন্ধবিশ্বাসের কারণে এমন কাণ্ড ঘটিয়ে বসবেন তা ভাবতে পারেননি কেউ৷
advertisement
জানা গিয়েছে, কোনও একজন ছেলেটি ভুল কিছু বুঝিয়েছিল৷ এরপরেই সে অন্ধবিশ্বাসের শিকার হয়ে মায়ের জন্য কেরোসিন তেল নিয়ে আসে৷ “এই দেখ মা তোমার জন্য কী এনেছি” বলেই মায়ের মুখে ঢেলে দেয় সেই কেরোসিন। এটাও জানা গিয়েছে যে, দিন কয়েক আগেই ওই মহিলার শারীরীক সমস্যা আরও বেড়েছিল। আর তাই মানসিক দিক থেকেও ঠিক জায়গায় ছিল না ছেলেটি৷
advertisement
কেরোসিন খাওয়ার পর যখন মহিলার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে, তখন তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতদেহের ময়নাতদন্ত করার পর জানা যায়, মহিলাকে কেরোসিন খাওয়ানো হয়েছিল। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং জানতে পারে যে ছেলেটিই তাঁর মাকে কেরোসিন খাইয়েছিল।
advertisement
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ অভিযুক্ত ছেলের বিরুদ্ধে অসতর্কতাবশত হত্যা (গাফিলতির কারণে মৃত্যু) মামলায় অভিযোগ দায়ের করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Son Killed Mother: অন্ধবিশ্বাসের জের, মাকে কেরোসিন খাইয়ে দিল ছেলে! জানুন সেই হাড়হিম করে দেওয়া ঘটনা...
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement