TRENDING:

‘কালো’ তাই, নোবেল নেই !

Last Updated:

‘গায়ের রং নেহাৎ কালো, ধবধবে ফর্সা হলে এতদিবে যোগব্যায়াম প্রচারের কারণে নোবেল জুটে যেত৷’ সোজা কথায়, নোবেল পুরস্কারকে টেনে বর্ণবৈষম্যের প্রসঙ্গকেই উসকে দিয়েছেন রামদেব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাঁচী: ফের মুখ খুললেন যোগগুরু রামদেব৷ আর প্রতিবারের মতই মুখ খুলে নিজেকে নতুন বিতর্কে জড়িয়ে ফেললেন রামদেব বাবা৷ এবার সরাসরি সমালোচনা করে বসলেন নোবেল পুরস্কারকে৷
advertisement

রাঁচীতে অনুষ্ঠিত এক যোগব্যায়াম উৎসবে এসেই এরকম ঘটনা ঘটালেন রামদেব বাবা৷ ব্যায়ামের মঞ্চ থেকে অনুরাগীদের জানালেন, ‘গায়ের রং নেহাৎ কালো, ধবধবে ফর্সা হলে এতদিনে যোগব্যায়াম প্রচারের কারণে নোবেল জুটে যেত৷’ সোজা কথায়, নোবেল পুরস্কারকে টেনে বর্ণবৈষম্যের প্রসঙ্গকেই উসকে দিয়েছেন রামদেব৷ রামদেবের এই মন্তব্যের পরেই ট্যুইটারে সমালোচনার ঝড় ৷ অনেকেই রামদেবকে কটাক্ষ করে লিখেছেন, বহু কৃষ্ণাঙ্গ মানুষই রয়েছে নোবেল পুরস্কার প্রাপকের তালিকায় ৷ তাই রামদেবের এরূপ উক্তি শুধুমাত্র লাইমলাইটে আসার পন্থাই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
‘কালো’ তাই, নোবেল নেই !