TRENDING:

'সবাই যখন বেচছে, তখন কিনুন', রাকেশ ঝুনঝুনওয়ালার এই পরামর্শ লগ্নিতে সেরা

Last Updated:

Rakesh Jhunjhunwala: লগ্নি থেকে বড় উপার্জন করতে চান? রাকেশ ঝুনঝুনওয়ালার এই পরামর্শগুলি মেনে চলুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু করেছিলেন। রেখে গেলেন ৪৬ হাজার কোটি টাকার সম্পদ। এমনি এমনি তো আর তাঁকে বিগ বুল বলা হত না! ভারতীয় বাজারে লগ্নির ব্যাপারে তিনিই ছিলেন শেষ কথা। রাকেশ ঝুনঝুনওয়ালা সব স্রোতের বিপরীতে হাঁটতেন। এটাই ছিল তাঁর লগ্নির মূলমন্ত্র।
advertisement

স্টক মার্কেট থেকে সম্পদ তৈরি করতে কী করে সেটাই দেখিয়েছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। সব সময় তিনিই থাকতেন শিরোনামে। তাঁর বিনিয়োগ স্ট্র্যাটেজি ফলো করে অনেকে লাভবান হয়েছে। লগ্নির ব্যাপারে তাঁর সের ১০টি পরামর্শ দেখে নেওয়া যাক-

আরও পড়ুন- Uddhav Thackeray: "শুধু তেরঙ্গা লাগালেই আপনি দেশপ্রেমিক হয়ে যাবেন না," বিজেপিকে আক্রমণ উদ্ধবের!

advertisement

১. স্রোতের বিপরীতে যেতে হবে: ‘সব সময় স্রোতের বিপরীতে যান। অন্যরা যখন বিক্রি করছে তখন কিনুন। অন্যরা যখন কিনছে তখন বিক্রি করে দিন,’ রাকেশ ঝুনঝুনওয়ালার সব থেকে জনপ্রিয় উক্তি। ডিসকাউন্ট মূল্যে স্টক কেনার পরামর্শ দিতে তিনি। বাজার বাড়লে বিক্রি করার কথা বলতেন।

২. সাহসী হতে হবে: রাকেশ ঝুনঝুনওয়ালা বলতেন, কোনও কিছু করতে পারবেন বলে বিশ্বাস ককরলে করে ফেলুন। সাহসিকতার মধ্যে প্রতিভা ও জাদু লুকিয়ে থাকে।

advertisement

৩. তাড়াহুড়ো নয়: তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত সবসময়ই ক্ষতি করে। যে কোনও স্টকে টাকা রাখার আগে অনেক কিছু বিবেচনা করতে হবে।

৪. লড়াকু মনোভাব রাখতে হবে- রাকেশ ঝুনঝুনওয়ালা বলতেন, লড়াই করতে হবে। ভালর পাশাপাশি খারাপ কিছু হলেও মেনে নিতে হবে। যে কোনও সংস্থার ভিত শক্ত হলে সাময়িক ট্রেন্ড দেখে প্রভাবিত হওয়ার প্রয়োজন নেই। বলতেন রাকেশ।

advertisement

৫. বাজারকে সম্মান করতে হয়:  বাজারকে সম্মান করতে হবে। খোলা মনে লগ্নি করতে হবে। কোথায়, কেন বিনিয়োগ করতে হবে, সেই সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে। তিনি বলতেন, স্টক মার্কেটের নিজের নিয়মে চলে। সেই নিয়মগুলোকে শ্রদ্ধা করলেই উপার্জন হবে।

৬.লোকসানের জন্য প্রস্তুত থাকতে হবে: লোকসানের জন্য প্রস্তুত থাকতে বলতেন রাকেশ। যে লোকসান দেখেনি, সে লাভও করবে না। এমনটাই বলতেন তিনি। অনেক সময় লসেও স্টক বেচার প্রয়োজন হয়। এতে ক্ষতির পরিমাণ কমানো যায়।

advertisement

আরও পড়ুন- Chenab Rail Bridge: পুজোর ছুটিতে গন্তব্য হোক চেনাব রেল সেতু! নজরকাড়া পর্যটন কেন্দ্র গড়তে তৎপর রেল

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

৭. বাজার কারও জন্য বদলাবে না: সফল লগ্নিকারী বাজারের চাহিদা বোঝে। বাজার কারও জন্য বদলায় না। বাজার বুঝে বিনিয়োগ করা ভাল। বাজার থেকে আমি কী চাইছি সেটার কোনও মূল্য নেই। বলতেন রাকেশ ঝুনঝুনওয়ালা।

বাংলা খবর/ খবর/দেশ/
'সবাই যখন বেচছে, তখন কিনুন', রাকেশ ঝুনঝুনওয়ালার এই পরামর্শ লগ্নিতে সেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল