Chenab Rail Bridge: পুজোর ছুটিতে গন্তব্য হোক চেনাব রেল সেতু! নজরকাড়া পর্যটন কেন্দ্র গড়তে তৎপর রেল

Last Updated:

World's Highest Chenab Rail Bridge: চেনাব রেল সেতুর কাছে একটা রেল মিউজিয়াম, একটা ক্যাফেটেরিয়া তৈরি হতে পারে। আর এই পরিকাঠামো ব্যবহার করে গেস্ট হাউজ বা রিসর্ট বানানো যেতে পারে।

Chenab Rail Bridge
Chenab Rail Bridge
#জম্মু ও কাশ্মীর: আগামীদিনে ভারতীয় রেলের হাত ধরে চেনাব রেল সেতু হয়ে যেতে পারে দেশের অন্যতম সেরা পর্যটন ক্ষেত্র। গতকালই গোল্ডেন জয়েন্টের কাজ শেষ হয়েছে চেনাব রেল সেতুর। এবার এই সেতুকে ঘিরে একাধিক পরিকল্পনা নিচ্ছে রেল যাতে আগামী দিনে এটি দেশের অন্যতম সেরা পর্যটন ক্ষেত্র হয়ে যায়। চেনাব রেল সেতু যেখানে তৈরি করা হয়েছে তার একদিকে রয়েছে কউরি। অপরদিকে রয়েছে বাক্কল। কউরি পেরিয়ে যেতে হয় দুগগাতে। আর এই সব জনপদের একাধিক স্থানে এমন কতগুলি স্থান আছে যা পর্যটকদের কাছে আগামী দিনে অত্যন্ত আর্কষণীয় হতে পারে।
প্রথমত কউরিতে ভারতীয় রেলের নর্দান ডিভিশনের তরফে একটি গেস্ট হাউজ তৈরি করা আছে। আপাতত এই জায়গা ব্যবহার করেন চেনাব রেল প্রকল্পের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা। এর পাশাপাশি চেনাব যা চন্দ্রভাগা নদী নামেও পরিচিত, তার পাশে রয়েছে নির্মাণকারী সংস্থা অ্যাফকনসের একাধিক ঘর। চেনাব সেতু, ভারতীয় রেলের হাতে তুলে দেওয়ার পরে এই সব জায়গা ফাঁকা হয়ে যাবে। আর এই সব পরিকাঠামোকে ব্যবহার করেই ভারতীয় রেল চাইছে এখানে পর্যটকদের জন্য ব্যবস্থা করা হোক।
advertisement
advertisement
নর্দান রেলের চিফ অ্যাডমিন অফিসার সুরিন্দর পাল মাহি বলেন, "নির্মাণকারী সংস্থা অ্যাফকনসের তরফে আমাদের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। তার মধ্যে এই প্রস্তাবও আছে। এই গোটা যাত্রা পথটাই একটা দারুণ রোমাঞ্চকর ব্যাপার৷ সেখানে অবশ্যই আমরা আমাদের তরফ থেকে দেখব৷ এই গোটা প্রকল্পের বিষয়ে জম্মু প্রশাসনও জানে। তাই আমরা তাদের সঙ্গেও কথা বলব।"
advertisement
নির্মাণকারী সংস্থা অ্যাফকনসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, গিরিধর রাজাগোপাল বলেন, "আমরা সেতুর কাজ করেছি। আমরা একাধিক প্রস্তাব দিয়েছি।" সূত্রের খবর, চেনাব রেল সেতুর কাছে একটা রেল মিউজিয়াম, একটা ক্যাফেটেরিয়া তৈরি হতে পারে। আর এই পরিকাঠামো ব্যবহার করে গেস্ট হাউজ বা রিসর্ট বানানো যেতে পারে। ফলে যারা বৈষ্ণোদেবী আসেন তারা সহজেই সেখান থেকে চেনাব চলে আসতে পারবেন। এর ফলে একদিকে যেমন এলাকার অর্থনৈতিক পরিস্থিতি বদলাবে। তেমনই রেলসেতুকে কেন্দ্র করে নয়া পর্যটন কেন্দ্র গড়ে উঠবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Chenab Rail Bridge: পুজোর ছুটিতে গন্তব্য হোক চেনাব রেল সেতু! নজরকাড়া পর্যটন কেন্দ্র গড়তে তৎপর রেল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement