Rakesh Jhunjhunwala Death: প্রয়াত 'স্টক কিং', বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা! শোকাহত প্রধানমন্ত্রী মোদি
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
PM Modi on Big Bull Rakesh Jhunjhunwala's Death: ১৯৮৫ সালে মাত্র ৫,০০০ টাকা নিয়ে প্রথম শেয়ার বাজারে প্রবেশ করেন তিনি। তখন কলেজ ছাত্র ছিলেন রাকেশ।
#মুম্বই: প্রয়াত দেশের প্রখ্যাত বিলিয়নিয়ার ব্যবসায়ী, শেয়ার ব্যবসায়ী এবং বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা। রবিবার সকালে ৬২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাকেশ ঝুনঝুনওয়ালা। সূত্রের খবর, এদিন সকাল ৬.৪৫ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে চিকিৎসার জন্য আনা হয়। কিন্তু পথমধ্যেই মৃত্যু ঘটে তাঁর। দুই-তিন সপ্তাহ আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা।
রাকেশ ঝুনঝুনওয়ালা সম্প্রতি আকাশ এয়ারের মাধ্যমে বিমান শিল্পে প্রবেশ করেছিলেন। গত ৭ অগাস্ট প্রথম বিমান উড়ান দেয়। একজন বিখ্যাত বিনিয়োগকারী ছাড়াও, অ্যাপটেক লিমিটেড এবং হাঙ্গামা ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। তিনি বেশ কয়েকটি ভারতীয় সংস্থার পরিচালকও ছিলেন। ভারতের ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস-এর উপদেষ্টাও ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা।
advertisement
advertisement
প্রারম্ভিক জীবন এবং বিনিয়োগে কর্মজীবনের শুরু
১৯৬০ সালের ৫ জুলাই মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন রাকেশ ঝুনঝুনওয়ালা। ১৯৮৫ সালে মাত্র ৫,০০০ টাকা নিয়ে প্রথম শেয়ার বাজারে প্রবেশ করেন তিনি। তখন কলেজ ছাত্র ছিলেন তিনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফোর্বস জানিয়েছে রাকেশ ঝুনঝুনওয়ালার মোট সম্পত্তি প্রায় ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার।
advertisement
Rakesh Jhunjhunwala was indomitable. Full of life, witty and insightful, he leaves behind an indelible contribution to the financial world. He was also very passionate about India’s progress. His passing away is saddening. My condolences to his family and admirers. Om Shanti. pic.twitter.com/DR2uIiiUb7
— Narendra Modi (@narendramodi) August 14, 2022
advertisement
রাকেশ ঝুনঝুনওয়ালার জানিয়েছিলেন, বাবার কথা শুনেই শেয়ারবাজারে আগ্রহ তৈরি হয়েছিল তাঁর। স্টক মার্কেটে কর্মজীবনের শুরু থেকেই তিনি ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন।
১৯৮৬ সালে টাটা টি শেয়ার কিনে প্রথম বড় মুনাফা অর্জন করেছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। মাত্র ৪৩ টাকায় টাটা টি-এর ৫,০০০ টি শেয়ার কিনেছিলেন রাকেশ এবং পরে সেই স্টকটি তিন মাসের মধ্যে ১৪৩ টাকায় ওঠে। তিনি তিন গুণের বেশি মুনাফা অর্জন করেন। পরের তিন বছরে, ঝুনঝুনওয়ালা ২০-২৫ লক্ষ টাকা আয় করেন।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্মরণে ট্যুইট করে বলেন, “রাকেশ ঝুনঝুনওয়ালা অদম্য ছিলেন। জীবনীশক্তি, বুদ্ধিমত্তা এবং অন্তর্দৃষ্টিপূর্ণ মানুষ। আর্থিক জগতে অদম্য অবদান রেখে গেছেন তিনি।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2022 10:01 AM IST