TRENDING:

Rajasthan Doctor Suicide: 'নির্দোষ ডাক্তারদের হেনস্থা বন্ধ হোক', সুইসাইড নোট লিখে আত্মঘাতী মহিলা চিকিৎসক

Last Updated:

প্রথমে রোগীর পরিবারের বিক্ষোভ এবং তার পর পুলিশ তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করায় মানসিক ভাবে ভেঙে পড়েন ওই মহিলা চিকিৎসক (Rajasthan Doctor Suicide)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: এক মহিলা চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কের ঝড় রাজস্থান জুড়ে (Rajasthan Doctor Suicide)৷ এমন কি, এই ঘটনার জেরে রাজধানী দিল্লিতেও প্রতিবাদ মিছিল হয়েছে৷ অর্চনা শর্মা নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে রাজস্থানের পুলিশ কেন খুনের মামলা দায়ের করল, এই প্রশ্ন তুলে পাল্টা পুলিশের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন চিকিৎসকরা৷
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

ওই মহিলা চিকিৎসক যে হাসপাতাল চালাতেন, সেখানে ভর্তি থাকা এক রোগীর মৃত্যুর পর তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতেই অর্চনা শর্মা নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পুলিশ৷ সন্তানের জন্ম দেওয়ার পরই রাজস্থানের দাওসার বেসরকারি হাসপাতালে ওই মহিলার গত মঙ্গলবার মৃত্যু হয়৷ হাসপাতালের তরফে জানানো হয়, হেমোরাজের কারণেই মৃত্যু হয় ওই মহিলার৷

advertisement

ওই মহিলার মৃত্যুর পর তাঁর পরিবার হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন৷ পুলিশ এসে অর্চনা শর্মা নামে ওই মহিলা চিকিৎসক এবং তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা পর্যন্ত বিক্ষোভ চলে৷ অর্চনা শর্মার বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আনে পুলিশ৷

আরও পড়ুন: চিকিৎসার টাকা নেই! ইউক্রেন ফেরত ভারতীয় পড়ুয়া বাঁচার জন্য সাহায্য চাইছেন কেন্দ্রের

advertisement

প্রথমে রোগীর পরিবারের বিক্ষোভ এবং তার পর পুলিশ তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করায় মানসিক ভাবে ভেঙে পড়েন ওই মহিলা চিকিৎসক৷ শেষ পর্যন্ত সুইসাইড নোট লিখে রেখে আত্মঘাতী হন তিনি৷ মর্মস্পর্শী ওই সুইসাইড নোটে অর্চনা শর্মা নামে ওই মহিলা চিকিৎসক নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন৷

সুইসাইড নোটে ওই মহিলা চিকিৎসক দাবি করে গিয়েছেন, 'পোস্টপারটাম হেমোরেজ'-এর কারণেই সমস্ত চেষ্টা সত্ত্বেও মৃত্যু হয় ওই রোগীর৷ বড় বড় অক্ষরে তিনি সুইসাইড নোটে লিেখ গিয়েছেন, 'নির্দোষ চিকিৎসকদের হেনস্থা করবেন না৷' অর্চনা শর্মা আরও লিখে গিয়েছেন, তাঁর মৃত্যুই তাঁকে নির্দোষ প্রমাণ করবে৷ তাঁর মৃত্যুর পর যাতে তাঁর স্বামী এবং দুই খুদে সন্তানকে কর্তৃপক্ষ হয়রান না করে, সেই অনুরোধও করেছেন অর্চনা শর্মা৷

advertisement

আরও পড়ুন: ১৫ বছর ধরে বন্ধ থাকা দোকানের ভিতর থেকে মিলল মানুষের নাক, কান, মাথার খুলি !

মানসিক ভাবে বিধ্বস্ত অর্চনা শর্মার স্বামী চিকিৎসক সুনীল উপাধ্যায় বলেন, 'পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত৷ কীভাবে আমার স্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হল? চিকিৎসকদের হয়রান করা এবং তাঁদের থেকে অর্থ আদায়ের চেষ্টা রুখতে আইন আনা উচিত৷ আমার স্ত্রী চলে গিয়েছেন, কিন্তু অন্যান্য নির্দোষ চিকিৎসকদের ক্ষেত্রেও তো এমন ঘটনা ঘটতে পারে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্যান্ড, বাজনা, বাজির রোশনাই থেকে উদ্দাম নাচ! ঠাকুমার শেষযাত্রায় অবাক কাণ্ড সিউড়িতে
আরও দেখুন

এই ঘটনায় চরম ক্ষুব্ধ চিকিৎসক মহল৷ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজস্থান শাখা রাজ্যে ২৪ ঘণ্টার কর্মবিরতি এবং প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে৷ কালো ব্যাজ পরে দিল্লির এইমস-এর চিকিৎসকরাও প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছেন৷ ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷

বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan Doctor Suicide: 'নির্দোষ ডাক্তারদের হেনস্থা বন্ধ হোক', সুইসাইড নোট লিখে আত্মঘাতী মহিলা চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল