ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC) পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, যদি কোনও ব্যক্তি ট্রেনের টিকিটের সঙ্গেই তাঁদের খাবার বুক না করে থাকেন, তবে ট্রেনে সফরের সময় খাবার অর্ডার করলে তাঁদের অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে, এমনকি ২০ টাকার চা বা কফির ক্ষেত্রেও। এখন, রাজধানী, দুরন্ত বা শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনের একজন যাত্রী যিনি আগে থেকে খাবারের বুকিং করেননি, তাঁদের চায়ের জন্য ২০ টাকা দিতে হবে (অর্থাৎ যাঁরা আগে থেকে খাবারের বুকিং করেছেন তাঁদের দেওয়া দামের সমান)। আগে এই ধরনের নন-প্রি-বুকড চায়ের দাম ছিল ৭০ টাকা, সার্ভিস চার্জ সহ।
advertisement
আরও পড়ুন- কেন্দ্র সরকারের চাকরিতে ১০ লক্ষ শূন্যপদ! ১৮ মাসে ব্যাপক নিয়োগের আশ্বাস মোদির!
আগে প্রাতঃরাশ, দুপুরের খাবার এবং সন্ধ্যার স্ন্যাকসের দাম ছিল যথাক্রমে ১০৫ টাকা, ১৮৫ টাকা এবং ৯০ টাকা, যেখানে প্রতিটি খাবারের সঙ্গেই ৫০ টাকা অতিরিক্ত চার্জ নেওয়া হত। যাত্রীদের এখন এই খাবারের জন্য ১৫৫ টাকা, ২৩৫ টাকা এবং ১৪০ টাকা দিতে হবে এবং খাবারের খরচের সঙ্গেই এখানে সার্ভিস চার্জ বা পরিষেবা মূল্য যোগ করা হচ্ছে।
“শুধুমাত্র চা এবং কফির দামে পরিষেবা মূল্য ধরা হবে না। এতে যে যাত্রী প্রি-বুকিং করেননি তাঁরাও বুকিং করা যাত্রীর সমান দামই দেবেন। অন্যান্য সমস্ত খাবারের জন্য পরিষেবা মূল্যের পরিমাণ আগে থেকে বুক না করা খাবারের খরচের সঙ্গেই যোগ করা হয়েছে,” জানান IRCTC-র একজন কর্মকর্তা।
আরও পড়ুন- কোভিড সংক্রমণের মাঝেই ২১ জুলাই তৃণমূলের সমাবেশ! ভিড়ে বিধি পালনের নির্দেশ আদালতের
বন্দে ভারত ট্রেনের জন্য, যে সমস্ত যাত্রীরা অন-বোর্ড পরিষেবা বুক করেননি তাঁদের প্রাতঃরাশ, দুপুরের খাবার বা রাতের খাবার, সন্ধ্যার স্ন্যাক্সের জন্য একই পরিমাণ খরচ করতে হবে যেটা তাঁরা পরিষেবা মূল্য সহযোগে দিতেন।