Central Government Job: কেন্দ্র সরকারের চাকরিতে ১০ লক্ষ শূন্যপদ! ১৮ মাসে ব্যাপক নিয়োগের আশ্বাস মোদির!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Government Job Vacancy: রেল মন্ত্রকে ২.৯৪ লক্ষ শূন্যপদ, প্রতিরক্ষা বিভাগে ২.৬৪ লক্ষ শূন্যপদ, স্বরাষ্ট্র মন্ত্রকে ১.৪ লক্ষ শূন্যপদ, ডাক বিভাগে প্রায় ৯০,০০০ শূন্যপদ এবং রাজস্ব বিভাগে প্রায় ৮০,০০০ শূন্যপদ রয়েছে।
#নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রক এবং বিভাগগুলিতে প্রায় ১০ লক্ষ শূন্যপদ! বুধবার সংসদে এই তথ্য জানিয়েছে সরকার! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক মাস আগেই জানিয়েছিলেন, কেন্দ্র সরকার আগামী ১৮ মাসে দশ লক্ষ চাকরি দেবে মানুষকে। সংসদে সরকারের লিখিত উত্তরে বলা হয়েছে, ২০২১ সালের ১ মার্চ পর্যন্ত ৪০.৩৫ লক্ষ অনুমোদিত পদের কেন্দ্র সরকারের মন্ত্রক এবং বিভাগগুলিতে মাত্র ৩০.৫৫ লক্ষ কর্মচারী ছিল। অর্থাৎ প্রায় ৯.৮ লক্ষ শূন্যপদ রয়েছে কেন্দ্র সরকারের চাকরিতে।
সরকার ২০১৬ সালের পরিসংখ্যানও পেশ করেছে। ওই বছর ৩৬.৩ লক্ষ অনুমোদিত পদ ছিল। ১ মার্চ, ২০১৬ পর্যন্ত ৩২.২ লক্ষ সরকারি কর্মচারী কাজ করতেন। সরকারের তথ্যে দেখা যাচ্ছে, গত পাঁচ বছরে সরকারে অনুমোদিত পদের সংখ্যা প্রায় ১১% বেড়েছে। পরিবর্তে কর্মচারীর সংখ্যা ৫% এরও বেশি কমে গেছে।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৪ জুন ঘোষণা করেন, আগামী ১৮ মাসে ১০ লক্ষ মানুষকে কেন্দ্র সরকারের চাকরি দেওয়া হবে। যখন বিরোধীরা দেশে বেকারত্বের ইস্যুতে ঝড় তুলছে ঠিক তখনই এই ঘোষণা করেছে কেন্দ্র। “প্রধানমন্ত্রী সমস্ত বিভাগ এবং মন্ত্রকে মানব সম্পদের অবস্থা পর্যালোচনা করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে সরকার আগামী দেড় বছরে ১০ লক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ করবে,” ট্যুইট করেছে পিএমও।
advertisement
বুধবার সংসদে দেওয়া সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, রেল মন্ত্রকে ২.৯৪ লক্ষ শূন্যপদ, প্রতিরক্ষা বিভাগে ২.৬৪ লক্ষ শূন্যপদ, স্বরাষ্ট্র মন্ত্রকে ১.৪ লক্ষ শূন্যপদ, ডাক বিভাগে প্রায় ৯০,০০০ শূন্যপদ এবং রাজস্ব বিভাগে প্রায় ৮০,০০০ শূন্যপদ রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2022 3:54 PM IST