#নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রক এবং বিভাগগুলিতে প্রায় ১০ লক্ষ শূন্যপদ! বুধবার সংসদে এই তথ্য জানিয়েছে সরকার! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক মাস আগেই জানিয়েছিলেন, কেন্দ্র সরকার আগামী ১৮ মাসে দশ লক্ষ চাকরি দেবে মানুষকে। সংসদে সরকারের লিখিত উত্তরে বলা হয়েছে, ২০২১ সালের ১ মার্চ পর্যন্ত ৪০.৩৫ লক্ষ অনুমোদিত পদের কেন্দ্র সরকারের মন্ত্রক এবং বিভাগগুলিতে মাত্র ৩০.৫৫ লক্ষ কর্মচারী ছিল। অর্থাৎ প্রায় ৯.৮ লক্ষ শূন্যপদ রয়েছে কেন্দ্র সরকারের চাকরিতে।
আরও পড়ুন- ছাত্রীদের অন্তর্বাস খুলিয়ে NEET পরীক্ষা দিতে বাধ্য করা! ৫ মহিলাকে গ্রেফতার
সরকার ২০১৬ সালের পরিসংখ্যানও পেশ করেছে। ওই বছর ৩৬.৩ লক্ষ অনুমোদিত পদ ছিল। ১ মার্চ, ২০১৬ পর্যন্ত ৩২.২ লক্ষ সরকারি কর্মচারী কাজ করতেন। সরকারের তথ্যে দেখা যাচ্ছে, গত পাঁচ বছরে সরকারে অনুমোদিত পদের সংখ্যা প্রায় ১১% বেড়েছে। পরিবর্তে কর্মচারীর সংখ্যা ৫% এরও বেশি কমে গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৪ জুন ঘোষণা করেন, আগামী ১৮ মাসে ১০ লক্ষ মানুষকে কেন্দ্র সরকারের চাকরি দেওয়া হবে। যখন বিরোধীরা দেশে বেকারত্বের ইস্যুতে ঝড় তুলছে ঠিক তখনই এই ঘোষণা করেছে কেন্দ্র। “প্রধানমন্ত্রী সমস্ত বিভাগ এবং মন্ত্রকে মানব সম্পদের অবস্থা পর্যালোচনা করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে সরকার আগামী দেড় বছরে ১০ লক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ করবে,” ট্যুইট করেছে পিএমও।
আরও পড়ুন- ভয়াবহ দুর্নীতি ডাক্তারির NEET পরীক্ষায়! মেডিকেলের আসন বিক্রি হচ্ছে ২০ লাখ টাকায়!
বুধবার সংসদে দেওয়া সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, রেল মন্ত্রকে ২.৯৪ লক্ষ শূন্যপদ, প্রতিরক্ষা বিভাগে ২.৬৪ লক্ষ শূন্যপদ, স্বরাষ্ট্র মন্ত্রকে ১.৪ লক্ষ শূন্যপদ, ডাক বিভাগে প্রায় ৯০,০০০ শূন্যপদ এবং রাজস্ব বিভাগে প্রায় ৮০,০০০ শূন্যপদ রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।