TRENDING:

Rahul Gandhi: ‘২২ বার ভোট দিয়েছে ব্রাজিলের মডেল, ৮টার মধ্যে ১ টা ভোটই ভুয়ো,’ হরিয়ানা নির্বাচনের পরিসংখ্যান দেখিয়ে ভোটচুরির অভিযোগ রাহুলের

Last Updated:

নয়াদিল্লিতে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে রাহুল দাবি করেন, ‘‘প্রতিটি সমীক্ষা ৫২-৬২ টা আসনে কংগ্রেসের জয়লাভের কথা জানিয়েছিল৷ কিন্তু, ফলাফল হয়েছিল সম্পূর্ণ উল্টো৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: স্টেজের উপরে রাখা তাড়া তাড়া কাগজ৷ নথি৷ সেই নথির স্তূপ থেকে একটা বান্ডিল হাতে তুলে নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ আগামিকাল, ৬ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের আগে ফের আনলেন ভোটচুরির অভিযোগ৷ ২০২৪ সালে হরিয়ানার বিধানসভা নির্বাচনের তথ্য তুলে ধরে বিরাট মাপে নির্বাচনী কারচুপির অভিযোগ তুলে ধরেছেন তিনি৷ সেখানে রাহুল দেখিয়েছেন, এক ব্রাজিলিয়ান মডেল ১০টি ভিন্ন বুথ থেকে ২২ বার ভোট দিয়েছে হরিয়ানায়৷
News18
News18
advertisement

এছাড়া, পোস্টাল ব্যালটে তীব্র কারচুপি এবং ভুয়ো ভোট হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পিছনে থাকা অন্যতম কারিগর বলে দাবি করেছেন তিনি৷

আরও পড়ুন: ‘ট্রাম্পকে কীভাবে হারাতে হয়, শিখিয়ে দিল শহর,’ প্রেসিডেন্টকে নিয়ে ৪টে শব্দ খরচ, সপাট বার্তা মেয়র জোহরান মামদানির

নয়াদিল্লিতে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে রাহুল দাবি করেন, ‘‘প্রতিটি সমীক্ষা ৫২-৬২ টা আসনে কংগ্রেসের জয়লাভের কথা জানিয়েছিল৷ কিন্তু, ফলাফল হয়েছিল সম্পূর্ণ উল্টো৷’’

advertisement

মোট ভোটারই যেখানে ছিল ১ লক্ষ ১৮ লাখ, সেখানে মাত্র ২২ হাজার ভোটে হরিয়ানা ভোট হেরেছিল কংগ্রেস৷ রাহুলের অভিযোগ, ‘‘কংগ্রেস মাত্র ২২ হাজার ভোটে ওই ভোট হেরেছিল৷ কিন্তু, এই মহিলা কে? যিনি হরিয়ানার ১০টি আলাদা আলাদা বুথ থেকে ২২ বার ভোট দিয়েছিলেন?’’

কেন্দ্রীয় ভাবে কারচুপির অভিযোগ তুলে রাহুল বলেন, ‘‘এটা কেন্দ্রীয় ভাবেই করা হয়েছে৷ এই মহিলা হচ্ছেন ব্রাজিলীয় মডেল, এটা স্টক ফোটোগ্রাফ৷ তিনি হরিয়ানা এমন ২৫ লক্ষ ভোটারের অন্যতম৷’’

advertisement

আরও পড়ুন: ট্রাম্পের হাজার বাঁকা কথার পরেও তৈরি হল ইতিহাস, নিউইয়র্কের মেয়র নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি!

রাহুলের কথায়, ‘‘হরিয়ানায় ২৫ লক্ষ ভোটচুরি হয়েছিল৷ ১২.৫ শতাংশ ছিল জাল ভোট৷ প্রায় ৯৩ হাজার ঠিকানা অবৈধ ছিল৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
বিশ্বকাপ জয়ী রিচা ফিরছেন ঘরে, মন ছুঁয়ে যাওয়া আয়োজন শিলিগুড়িবাসীর! আবেগে ভাসছেন বাবা-মা
আরও দেখুন

সবশেষে নিজের বক্তব্য ‘ Gen Z’ শব্দবন্ধ ব্যবহার করে রাহুলের বার্তা, ‘‘ আমি চাই যুবসম্প্রদায়, ভারতের Gen Z, বিষয়টা পরিষ্কার ভাবে বুঝতে৷ এটা তোমাদের ভবিষ্যতের প্রশ্ন৷ আমি নির্বাচন কমিশনকে প্রশ্ন করছি, গণতান্ত্রিক পরিকাঠামোর বিরুদ্ধে প্রশ্ন তুলছি৷ তাই ১০০ শতাংশ প্রমাণ নিয়েই করছি৷’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: ‘২২ বার ভোট দিয়েছে ব্রাজিলের মডেল, ৮টার মধ্যে ১ টা ভোটই ভুয়ো,’ হরিয়ানা নির্বাচনের পরিসংখ্যান দেখিয়ে ভোটচুরির অভিযোগ রাহুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল