TRENDING:

Rahul Gandhi: 'ভারত জোড়ো যাত্রার সময়ে শুধু একটা নামই শুনতে পেয়েছি,' কেন্দ্রকে তোপ রাহুলের

Last Updated:

Rahul Gandhi: একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: বাজেট অধিবেশনে উত্তপ্ত লোকসভা। এদিন একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এদিন তিনি বলেন, "রাষ্ট্রপতির ভাষণে অগ্নিবীর সম্পর্কে একটি লাইনও বলা হয়নি। বেকারত্বের কথা ছিল না। মুদ্রাস্ফীতির কথা ছিল না, যা যাত্রায় শোনা গিয়েছিল, রাষ্ট্রপতির ভাষণে তা ছিল না।"
রাহুল গান্ধি
রাহুল গান্ধি
advertisement

তিনি বলেন, "ভারত জোড়ো যাত্রার সময় হাঁটার সময় আমরা মানুষের কণ্ঠস্বর শুনেছিলাম এবং আমরা আমাদের কথা রেখেছিলাম। যাত্রায় আমরা শিশু, নারী, বৃদ্ধদের সঙ্গে কথা বলেছি। কিন্তু ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময়ে একটা নামই শুনতে পারছিলাম। সবাই আমার কাছে এসে সেই বিশেষ নামটা নিয়েই সবাই আমার কাছে এসে জিজ্ঞাসা করছিলেন।"

advertisement

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, "আমরা যুবকদের চাকরি সম্পর্কে জিজ্ঞাসা করেছি, অনেকে বলেছে যে তাঁরা বেকার। কৃষকরা প্রধানমন্ত্রী-বীমা প্রকল্পের অধীনে টাকা না পাওয়ার কথা বলেছিলেন, তাঁদের জমি কেড়ে নেওয়া হয়েছিল।"

রাহুল গান্ধী বলেন, "অগ্নিবীর হল আরএসএসের অ্যাজেন্ডা এবং রাষ্ট্রপতির ভাষণে মুদ্রাস্ফীতি শব্দটি উল্লেখ করা হয়নি। রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন যে নিয়ম পরিবর্তন করে আদানিকে ৬টি বিমানবন্দর দেওয়া হয়েছে।"

advertisement

আরও পড়ুন,  বরফ সাদা শ্রীনগরে রাহুল-প্রিয়ঙ্কার স্নো-ফাইট! মুহূর্তে ভাইরাল ভিডিও

আরও পড়ুন, কাশ্মীরে পৌঁছে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাহুল গান্ধি, নিশানা মোদি সরকারকে

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

রাহুল গান্ধীর এই অভিযোগের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, 'আপনি এমন অভিযোগ করতে পারবেন না, নথি প্রমাণ দিতে হবে।' এর জবাবে রাহুল গান্ধি বলেন, 'আমি সব দেব।'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: 'ভারত জোড়ো যাত্রার সময়ে শুধু একটা নামই শুনতে পেয়েছি,' কেন্দ্রকে তোপ রাহুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল