ঢাকা: দিনে দিনে আরও জটিল হচ্ছে পরিস্থিতি৷ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে নাগাড়ে টানাপড়েনের জের৷ বাংলাদেশে থাকা দু’টি ভারতীয় ভিসা কেন্দ্র আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল সে দেশের প্রশাসন৷ রাজশাহী এবং খুলনার দু’টি ভিসা কেন্দ্রকে আপাতত নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে৷
advertisement
IVAC-এর ওয়েবসাইটে একটি সরকারি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘‘বর্তমানে নিরাপত্তাজনিত সমস্যার নিরিখে, আমরা জানাতে চাই যে IVAC রাজশাহী এবং খুলনা বৃহস্পতিবার (18.12.2025) বন্ধ থাকবে৷ যে সমস্ত আবেদনকারীদের এদিন অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাঁদের পরের কোনও তারিখে স্লট উল্লেখ করে নোটিস পাঠানো হবে৷’’
প্রসঙ্গত, কিছুদিন আগে ঢাকার একটি জনসভায় ‘সেভেন সিস্টার্স’ (ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়, অসম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ) নিয়ে হুমকি সুলভ মন্তব্য করেছিলেন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ৷ তারপরে গত বুধবার নয়াদিল্লিতে থাকা বাংলাদেশের হাই কমিশনারকে বিদেশ মন্ত্রকের দফতরে ডেকে পাঠানো হয়৷
Bangladesh Violence (উত্তাল বাংলাদেশ) LIVE Updates in Bangla
ভারতের তরফে জানানো হয়, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন ভারত’৷ বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘‘ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে আজ ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে তলব করা হয়েছিল৷ আমরা তাঁকে জানিয়েছি, বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন৷ বিশেষ করে ঢাকার কিছু চরমপন্থী ভারতীয় কমিশনে নাশকতা চালানোর জন্য উস্কানিমূলক কথা বলেছে৷’’
এছাড়া, ভারতের বিরুদ্ধে আনা চরমপন্থী নেতার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ভারত জানিয়েছে, ‘‘বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা সম্পর্কে চরমপন্থী নেতার মিথ্যা বর্ণনা ভারত সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। এটা দুর্ভাগ্যজনক যে অন্তর্বর্তিকালীন সরকার ঘটনাগুলির বিষয়ে কোনও পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করেনি বা ভারতকে কোনও প্রমাণ দেয়নি৷”
অন্যদিকে, বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেইন৷ তিনি বলেছেন, ‘‘এই পর্যায়ে বলতে পারা মুশকিল যে ঢাকা এবং নয়াদিল্লির সম্পর্ক কোনও নতুন অধ্যায়ে এসে দাঁড়িয়েছে কি না৷’’
অন্যদিকে, বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসাইন৷ গত বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘‘এই পর্যায়ে বলতে পারা মুশকিল যে ঢাকা এবং নয়াদিল্লির সম্পর্ক কোনও নতুন অধ্যায়ে এসে দাঁড়িয়েছে কি না৷’’
