রাহুল গান্ধি বলেন, “..প্রধানমন্ত্রী মোদি এবং এএপি জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এমনকি জাতি-ভিত্তিক জনগণনা নিয়েও কথা বলেন না। উভয়েই চায় পিছিয়ে পড়া সম্প্রদায়, দলিত, উপজাতি এবং সংখ্যালঘুরা যাতে তাদের অধিকার না পায়… আপনাদের প্রধানমন্ত্রী মোদী এবং অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসা করা উচিত যে তারা জাতি-ভিত্তিক জনগণনাকে সমর্থন করেন কি না… দিল্লিতে কংগ্রেস সরকার গঠনের পর, আমরা দেশের পুঁজিতেই জাতি-ভিত্তিক জনগণনা পরিচালনা করব”।
advertisement
আরও পড়ুন: বাজার থেকে ভুলেও কিনবেন না এই ৫ মাছ! ভেতরে গিয়েই ঝাঁঝরা করছে শরীর
मोदी और केजरीवाल दोनों नहीं चाहते कि दलितों, पिछड़ों, आदिवासियों और अल्पसंख्यकों को उनका हक़ मिले।
सिर्फ कांग्रेस ही समान भागीदारी और संविधान की रक्षा के लिए लगातार आवाज़ उठा रही है।
आप सभी दिल्लीवासी इस फर्क को समझिए! pic.twitter.com/61cJ36iDOX
— Rahul Gandhi (@RahulGandhi) January 13, 2025
ইন্ডিয়া জোটের অংশীদার আপকে এদিনের প্রচারে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল। ক্রমবর্ধমান দূষণ, দুর্নীতি এবং মুদ্রাস্ফীতি সত্ত্বেও “মোদির মতো প্রচার এবং মিথ্যা প্রতিশ্রুতির কৌশল” অনুসরণ করছেন বলে তোপ দাগলেন কংগ্রেস নেতা।
রাহুল বলেন, “আপনাদের কি মনে আছে সেই দিল্লি যখন শীলা দীক্ষিত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন? … অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন তিনি দিল্লিকে পরিষ্কার করবেন, দুর্নীতিমুক্ত করবেন। দিল্লিতে এত দূষণ… অরবিন্দ কেজরিওয়াল কি দিল্লিকে দুর্নীতিমুক্ত করেছেন? অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদীর মতোই প্রচারণা চালান এবং জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেনন,” গান্ধী বলেছিলেন, কংগ্রেস যদি দিল্লিতে সরকার গঠন করে তবে কংগ্রেস রিজার্ভেশন ক্যাপ বাড়াবে।
আরও পড়ুন: ইউরিক অ্যাসিডের সমস্যা? চিবিয়ে খান এই একটি পাতা, ম্যাজিকের মতো কমবে! বাড়তি পাওনা হজম বৃদ্ধি
দিল্লিতে ফের কংগ্রেস সরকার এলে শীলা দীক্ষিতের জমানার মতোই ফিরবে উন্নয়ন, ঘোষণা রাহুলের। “কংগ্রেস যা করেছে তা কেজরিওয়াল বা বিজেপি কেউই করতে পারে নি,” এদিন বলেন রাহুল গান্ধি।
आज राहुल गांधी जी दिल्ली आए। उन्होंने मुझे बहुत गालियाँ दीं। पर मैं उनके बयानों पर कोई टिप्पणी नहीं करूँगा।
उनकी लड़ाई कांग्रेस बचाने की है, मेरी लड़ाई देश बचाने की है।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 13, 2025
প্রসঙ্গত, রাহুলের বক্তব্য নিয়ে বিশেষ কোনও প্রতিক্রিয়া দেননি অরবিন্দ কেজরিওয়াল। তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বলেন, “আজ রাহুল গান্ধী দিল্লি এসেছেন। আমাকে অনেক গালাগালি দিয়েছে। তবে তাঁর বক্তব্য নিয়ে আমি কোনও মন্তব্য করব না। ওনার লড়াই কংগ্রেসকে বাঁচানোর জন্য, আমার লড়াই দেশকে বাঁচানোর জন্য,”। আগামী ৫ ফেব্রুয়ারির নির্বাচন হতে চলেছে দিল্লিতে।