বুধবার পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশের পর সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধি বলেন, ''গত সংসদের অধিবেশনে আমরা জোটবদ্ধ ভাবে অভিযোগ তুলেছিলাম।আমরা প্রশ্ন তুলেছিলাম, কারা পেগাসাস ভাড়া করেছিল?কারা ভিকটিম? অন্য কোনও দেশ আমাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে কিনা?কিন্তু কেন্দ্রীয় সরকার কোনও জবাব দেয়নি। তাই আজ সুপ্রিম কোর্ট বড় পদক্ষেপ করেছে।আমরা আশাবাদী, সুবিচার হবে। সব সত্যি সামনে আসবে।''
advertisement
আরও পড়ুন: সরকারে অনাস্থা জানিয়ে পেগাসাস তদন্তে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট
রাহুল গান্ধির সংযোজন, ''দেশের সংবিধানের উপর আঘাত নেমেছে এই ঘটনায়। সংসদে আমরা আবার বিষয়টা তুলব। আলোচনা চাইব।
হয় প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী পেগাসাসের বেআইনি ব্যবহারের অনুমতি দিয়েছেন। যদি তাই হয়, তাঁদের মুখ থেকেই বিষয়টা শুনতে চাই।
নির্বাচন কমিশনের কথাবার্তা যদি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়, তবে সেটা ফৌজদারি অপরাধ।''
আরও পড়ুন: আনুষ্ঠানিক বিচ্ছেদ সাঙ্গ, শেষমেশ 'হৃদয়ের' কাছে 'প্রাক্তন' হলেন বাবুল সুপ্রিয়!
এরপরই বিস্ফোরক অভিযোগ করে রাহুল গান্ধি বলেন, ''কয়েকটি রাজ্যে সরকার ফেলতে পেগাসাসের ব্যবহার হয়েছে। কর্ণাটকে সরকার ফেলা হয়েছিল পেগাসাস ব্যবহার করে। কেন্দ্রীয় সরকার নিজেই জাতীয় সুরক্ষার উপর আক্রমণ করেছে।'' কংগ্রেস সাংসদ এও জানান, সুপ্রিম কোর্টের গঠন করা কমিটি জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকলে অবশ্যই তিনি যাবেন।
আরও পড়ুন: করোনা কি বিদায় নিয়েছে? পাহাড় যাওয়ার 'প্রবেশপথে' এ কী দৃশ্য! বাড়ছে আতঙ্ক
পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৃণমূলও আসরে নেমেছে। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ''সংসদে প্রথম পেগাসাস ইস্যু উত্থাপন করে তৃণমূল কংগ্রেস ৷ আর এস প্রসাদ আমাদের কথাতেই প্রতিক্রিয়া দিয়েছিলেন। পরে ঘটনাটি ধামাচাপা পড়ে যায়৷ পেগাসাস ইস্যু নিয়ে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে গেছি। অন্যান্য দল আমাদের সাথে কক্ষ সমন্বয় করেছিল৷। সুপ্রিম কোর্টের আজকের আদেশ ঐতিহাসিক। আসলে কেন্দ্রীয় সরকার বিষয়টি এড়িয়ে যেতে চাইছিল। মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা করেছে সরকার৷''