TRENDING:

Rahul Gandhi bats for Smriti Irani: অমেঠিতে হারায় সমাজমাধ্যমে অপদস্থ স্মৃতি, লাগাম টানতে আসরে রাহুল! কী লিখলেন বিরোধী দলনেতা?

Last Updated:

ভোটের আগে অবশ্য এই রাহুল গান্ধি এবং গান্ধি পরিবারকেই তীব্র কটাক্ষ করেছিলেন স্মৃতি ইরানি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই স্মৃতি ইরানির কাছেই অমেঠি পরাজিত হতে হয়েছিল তাঁকে৷ সেই স্মৃতি ইরানির হয়েই এবার সরব হলেন রাহুল গান্ধি৷ স্মৃতি ইরানিকে উদ্দেশ্য করে যাতে কেউ কোনও অপমানজনক মন্তব্য এবং কটূ কথা না বলেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই অনুরোধ করেছেন বিরোধী দলনেতা৷
স্মৃতির হয়ে আসরে রাহুল৷
স্মৃতির হয়ে আসরে রাহুল৷
advertisement

২০২৪ সালের লোকসভা নির্বাচনে অমেঠিতে কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে দেড় লক্ষেরও বেশি ভোটে পরাজিত হন স্মৃতি ইরানি৷ এর পর থেকেই সামাজিক মাধ্যমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে কটাক্ষ এবং আপত্তিকর মন্তব্য করেছিলেন অনেকে৷

বৃহস্পতিবার নিজের সরকারি বাংলোও ছেড়ে দেন স্মৃতি৷ এর পরই তাঁকে উদ্দেশ্য করে কটাক্ষ আরও বেড়ে যায়৷

advertisement

আরও পড়ুন: জরুরি অবস্থার ‘ক্ষত’ উস্কে দিল কেন্দ্র, এবার দেশজুড়ে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের ঘোষণা অমিত শাহের

এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধি লেখেন, ‘জয় এবং পরাজয় জীবনে চলতেই থাকে৷ আমি প্রত্যেককে অনুরোধ করব স্মৃতি ইরানি অথবা অন্য যে কোনও নেতার উদ্দেশ্যে অবমাননাকর এবং অশালীন শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন৷ অন্যকে অপদস্থ করা এবং অপমান করা নিজের দুর্বলতার পরিচয়, শক্তির নয়৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

ভোটের আগে অবশ্য এই রাহুল গান্ধি এবং গান্ধি পরিবারকেই তীব্র কটাক্ষ করেছিলেন স্মৃতি ইরানি৷ বিশেষত রাহুল অমেঠিতে লড়বেন না বলে কংগ্রেস ঘোষণা করার পর স্মৃতি ইরানি বলেছিলেন, ‘২০১৯ সালেও রাহুল গান্ধি অমেঠি থেকে পালিয়ে গিয়েছিলেন৷ পার্থক্য শুধু একটাই, আগের বার তিনি ওয়ানাডে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এবার অমেঠি থেকে একেবারে ভোটে না লড়ারই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন৷ ফলে এই নিয়ে টানা দু বার রাহুল গান্ধি অমেঠি থেকে পালালেন৷’ শুধু তাই নয়, অমেঠিতে রাহুলকে লড়তে না দিয়ে কংগ্রেস আসলে নিজের পরাজয় মেনে নিল বলেও দাবি করেন স্মতি ইরানি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi bats for Smriti Irani: অমেঠিতে হারায় সমাজমাধ্যমে অপদস্থ স্মৃতি, লাগাম টানতে আসরে রাহুল! কী লিখলেন বিরোধী দলনেতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল