Samvidhaan Hatya Diwas: জরুরি অবস্থার ‘ক্ষত’ উস্কে দিল কেন্দ্র, এবার দেশজুড়ে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের ঘোষণা অমিত শাহের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ইন্দিরা গান্ধির সরকার ১৯৭৫ সালের ২৫ জুন দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন৷ এর প্রায় ২ বছর পরে ১৯৭৭ সালের ২১ মার্চ দেশে ফের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়৷
নয়াদিল্লি: তৃতীয় দফা কেন্দ্রে সরকার গঠন করার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সমস্ত প্রথমসারির বিজেপি নেতার মুখে উঠে এসেছে প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধির জারি করা জরুরি অবস্থার প্রসঙ্গ৷ বলাবাহুল্য, বার বারই এ নিয়ে তীব্র সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁদের৷ এমনকি, প্রধানমন্ত্রী হিসাবে সংসদে প্রথম বক্তৃতাতেও জরুরি অবস্থার প্রসঙ্গ তুলেছিলেন নরেন্দ্র মোদি৷ এবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হল, প্রতি বছর ২৫ জুন দিনটিতে ‘সংবিধান হত্যা’ দিবস পালন করবে কেন্দ্র৷ জানানো হয়েছে, জরুরি অবস্থা চলাকালীন যে সমস্ত মানুষকে অমানুসিক কষ্ট ও যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তাঁদের কথা মনে রেখেই এই দিনটি পালন করবে কেন্দ্রীয় সরকার৷ প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২৫ জুনই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি৷
‘X’ সোশ্যাল মিডিয়া মাধ্যমে (সাবেক ট্যুইটার) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘১৯৭৫ সালের ২৫ জুন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে ভারতীয় গণতন্ত্রের আত্মার গলা টিপে ধরেছিলেন৷ এর মাধ্যমেই সকলের সামনে এসেছিল তাঁর স্বৈরাচার মনস্কতা৷ লক্ষ লক্ষ মানুষকে জেলে পোরা হয়েছিল, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল’৷
advertisement
advertisement
25 जून 1975 को तत्कालीन प्रधानमंत्री इंदिरा गाँधी ने अपनी तानाशाही मानसिकता को दर्शाते हुए देश में आपातकाल लगाकर भारतीय लोकतंत्र की आत्मा का गला घोंट दिया था। लाखों लोगों को अकारण जेल में डाल दिया गया और मीडिया की आवाज को दबा दिया गया। भारत सरकार ने हर साल 25 जून को ‘संविधान… pic.twitter.com/KQ9wpIfUTg
— Amit Shah (@AmitShah) July 12, 2024
advertisement
তাঁর পোস্টে অমিত শাহ লেখেন, ‘ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতি বছর ২৫ জুন ‘সংবিধান হত্যা’ দিবস হিসাবে পালন করবে৷ ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় যে সমস্ত মানুষ অমানুসিক কষ্ট ও সমস্যার মধ্যে পড়েছিলেন, এই দিনটি তাঁদেরই অবদানকে স্মরণ করে পালিত হবে’৷
ইন্দিরা গান্ধির সরকার ১৯৭৫ সালের ২৫ জুন দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন৷ এর প্রায় ২ বছর পরে ১৯৭৭ সালের ২১ মার্চ দেশে ফের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
July 12, 2024 4:55 PM IST