Samvidhaan Hatya Diwas: জরুরি অবস্থার ‘ক্ষত’ উস্কে দিল কেন্দ্র, এবার দেশজুড়ে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের ঘোষণা অমিত শাহের

Last Updated:

ইন্দিরা গান্ধির সরকার ১৯৭৫ সালের ২৫ জুন দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন৷ এর প্রায় ২ বছর পরে ১৯৭৭ সালের ২১ মার্চ দেশে ফের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়৷     

নয়াদিল্লি: তৃতীয় দফা কেন্দ্রে সরকার গঠন করার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সমস্ত প্রথমসারির বিজেপি নেতার মুখে উঠে এসেছে প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধির জারি করা জরুরি অবস্থার প্রসঙ্গ৷ বলাবাহুল্য, বার বারই এ নিয়ে তীব্র সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁদের৷ এমনকি, প্রধানমন্ত্রী হিসাবে সংসদে প্রথম বক্তৃতাতেও জরুরি অবস্থার প্রসঙ্গ তুলেছিলেন নরেন্দ্র মোদি৷ এবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হল, প্রতি বছর ২৫ জুন দিনটিতে ‘সংবিধান হত্যা’ দিবস পালন করবে কেন্দ্র৷ জানানো হয়েছে, জরুরি অবস্থা চলাকালীন যে সমস্ত মানুষকে অমানুসিক কষ্ট ও যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তাঁদের কথা মনে রেখেই এই দিনটি পালন করবে কেন্দ্রীয় সরকার৷ প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২৫ জুনই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি৷
‘X’ সোশ্যাল মিডিয়া মাধ্যমে (সাবেক ট্যুইটার) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘১৯৭৫ সালের ২৫ জুন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে ভারতীয় গণতন্ত্রের আত্মার গলা টিপে ধরেছিলেন৷ এর মাধ্যমেই সকলের সামনে এসেছিল তাঁর স্বৈরাচার মনস্কতা৷ লক্ষ লক্ষ মানুষকে জেলে পোরা হয়েছিল, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল’৷
advertisement
advertisement
advertisement
তাঁর পোস্টে অমিত শাহ লেখেন, ‘ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতি বছর ২৫ জুন ‘সংবিধান হত্যা’ দিবস হিসাবে পালন করবে৷ ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় যে সমস্ত মানুষ অমানুসিক কষ্ট ও সমস্যার মধ্যে পড়েছিলেন, এই দিনটি তাঁদেরই অবদানকে স্মরণ করে পালিত হবে’৷
ইন্দিরা গান্ধির সরকার ১৯৭৫ সালের ২৫ জুন দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন৷ এর প্রায় ২ বছর পরে ১৯৭৭ সালের ২১ মার্চ দেশে ফের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Samvidhaan Hatya Diwas: জরুরি অবস্থার ‘ক্ষত’ উস্কে দিল কেন্দ্র, এবার দেশজুড়ে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের ঘোষণা অমিত শাহের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement