Supreme Court on divorce: বিচ্ছেদের পরে স্বামীর থেকে খোরপোশ দাবি করতে পারেন মুসলিম মহিলারাও, রায় সুপ্রিম কোর্টের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Supreme court on Muslim Women divorce: স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া মুসলিম মহিলাদের নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। বিচ্ছেদ হওয়ার পরে স্বামীর থেকে খোরপোশের দাবি করতে পারেন মুসলিম মহিলারাও।
নয়াদিল্লি: স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া মুসলিম মহিলাদের নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। বিচ্ছেদ হওয়ার পরে ক্রিমিনাল প্রসিডিওর কোডের (সিআরপিসি) ১২৫ নম্বর ধারা অনুযায়ী স্বামীর থেকে খোরপোশের দাবি করতে পারেন মুসলিম মহিলারাও। সব ধর্মের বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে।
তেলেঙ্গানার হাই কোর্ট একটি বিবাহবিচ্ছেদ মামলায় এক মহিলার প্রাক্তন স্বামীকে মাসে ১০ হাজার টাকা অন্তর্বর্তীকালীন খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। মহিলার প্রাক্তন স্বামী সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন।
advertisement
মুসলিম ব্যক্তির আইনজীবী হাতিয়ার করেন এবং ১৯৮৬ সালের মুসলিম মহিলাদের (বিচ্ছেদ সংক্রান্ত অধিকার রক্ষা) আইনকে। সেই সঙ্গে সেই আইনজীবী আরও সওয়াল করেন, বিচ্ছেদ হয়ে যাওয়া মহিলার আয়ের প্রকৃত উৎস থাকলে সিআরপিসির ১২৫ নম্বর ধারায় খোরপোশের দাবি করতে পারেন না। সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্না এবং অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চ জানায় সিআরপিসির ১২৫ নম্বর ধারা সব মহিলাদের জন্য প্রযোজ্য হবে। তাঁরা জানান ধর্মনিরপেক্ষ আইন এবং ১৯৮৬ সালের মুসলিম মহিলাদের (বিচ্ছেদ সংক্রান্ত অধিকার রক্ষা) আইনের মধ্যে ধর্মনিরপেক্ষ আইন বেশি গুরুত্ব পাবে।
advertisement
সেই জন্যই সেই ব্যক্তির খোরপোশের বিরুদ্ধে আবেদন নিয়ে মামলা খারিজ করে দিয়েছে। তাঁর দাবি ছিল বিবাহ-বিচ্ছিন্না মুসলমান মহিলাদের ক্ষেত্রে খোরপোশ বাধ্যতামূলক নয়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই মুসলিম ব্যক্তির আবেদন খারিজ করে দেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2024 6:41 PM IST