ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী৷ বিজয় সিংগলার বিরুদ্ধে সরকারি প্রকল্পে কাজের বিনিময়ে ঠিকাদারদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল৷ মান এই সিদ্ধান্ত জানানোর পরই ট্যুইটারে অরবিন্দ কেজরীওয়াল পঞ্জাবের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন৷ আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন, 'তোমাকে নিয়ে আমি গর্বিত ভগবন্ত৷ তোমার এই পদক্ষেপ আমার চোখে জল এনে দিয়েছে৷ গোটা দেশ আজ আপ-এর জন্য গর্ব বোধ করছে৷'
advertisement
আরও পড়ুন: ক্ষমতার ৮ বছর! ২০১৪ থেকে সুশাসনের লক্ষ্যে কোন কোন প্রকল্প শুরু করল মোদি সরকার?
ভিডিও বার্তায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান, 'অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে আমি কড়া পদক্ষেপ নিচ্ছি৷ তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার পাশাপাশি পুলিশকেও অভিযোগ দায়ের করতে বলছি৷ এই মন্ত্রীর নাম বিজয় সিংগলা৷ উনি নিজের দফতরের মধ্যে চলতে থাকা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন এবং সেকথা স্বীকারও করেছেন৷ দুর্নীতির সঙ্গে আপ কোনওরকম আপস করবে না৷'
আরও পড়ুন: 'কোনও চিন্তা নেই, দল সঙ্গে আছে', মেখলিগঞ্জে ফিরে মুখ খুললেন পরেশ
রাখঢাক না করেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি টেন্ডার পিছু এক শতাংশ করে কমিশন চাইছিলেন অভিযুক্ত মন্ত্রী৷ ভগবন্ত মান অভিযোগ করেন, অতীতে যে সরকার ক্ষমতায় ছিল তারা দুর্নীতিপরায়ণদের আড়াল করেছে৷ কিন্তু এখন আর পঞ্জাবে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে জানিেয় দিয়েছেন মান৷
পঞ্জাবের মুখ্যমন্ত্রীর আরও দাবি, 'আমি জানতে পারি যে আমার মন্ত্রিসভার একজন সদস্য টেন্ডার পিছু এক শতাংশ করে কমিশন চাইছেন৷ বিষয়টি আমি খুবই গুরুতর ভাবে নিই৷ বিষয়টি আর কেউ জানত না৷ চাইলে আমি গোটা বিষয়টি ধামাচাপা দিয়ে দিতে পারতাম৷ কিন্তু তা করলে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হত৷'