TRENDING:

Bhagwant Mann: রাজ ভবন নয়, পঞ্জাবের এই গ্রামে শপথ নেবেন ভাবী মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান! কেন?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান৷
পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান৷
advertisement

কিন্তু কেন এই গ্রামকে বেছে নিলেন ভগওয়ান্ত সিং মান? কারণ খতকরকলন ভগৎ সিং-এর পৈর্তৃক গ্রাম৷ পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের সব সরকারি অফিসেও দীর্ঘদিনের রীতিতে বদল আনতে চলেছেন তিনি৷ এবার থেকে আর সরকারি অফিসে মুখ্যমন্ত্রীর ছবি নয়, তার বদলে ভগৎ সিং এবং বি আর অম্বেদকরের ছবি থাকবে৷

আরও পড়ুন: মোদি-যোগীর ডবল ইঞ্জিনেই আস্থা, ২০২৪-এর পটভূমি তৈরি করে দিল উত্তর প্রদেশ?

advertisement

পঞ্জাবের ধুরি কেন্দ্র থেকে ৫৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন মান৷ জয়ের পর বক্তব্য রাখতে গিয়ে সেখানেই এই ঘোষণা করেন তিনি৷ সাধারণ মানুষের পছন্দের ভিত্তিতে আগে থেকেই ভগওয়ান্ত মানের নাম পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছিল আম আদমি পার্টি৷

আরও পড়ুন: 'মানুষের রায়ই ঈশ্বরের স্বর', পঞ্জাবে কংগ্রেসের বিপর্যয়ের পর আপকে অভিনন্দন সিধুর

advertisement

মান জানিয়েছেন, সরকার গঠনের পর প্রথমেই স্কুল, স্বাস্থ্য, শিল্প পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কৃষিকে লাভজনক করার উপরে জোর দেবে তাঁর সরকার৷ পাশাপাসি মহিলাদের নিরাপত্তা এবং ক্রীড়া পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হবে৷ এক মাসের মধ্যেই পঞ্জাবের মানুষ বদল দেখতে পারবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মান৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ভগওয়ান্ত মানের আরও আশ্বাস, যাঁরা আপ-কে ভোট দেননি, তাঁদের জন্যও কাজ করবে তাঁর সরকার৷ পঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে ৯২টিতে জয়ী হয়েছে আম আদমি পার্টি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bhagwant Mann: রাজ ভবন নয়, পঞ্জাবের এই গ্রামে শপথ নেবেন ভাবী মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান! কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল