Punjab Election Results 2022: 'মানুষের রায়ই ঈশ্বরের স্বর', পঞ্জাবে কংগ্রেসের বিপর্যয়ের পর আপকে অভিনন্দন সিধুর

Last Updated:

পঞ্জাবে (Punjab Election Results 2022) আপ ঝড়ে কার্যত বিধ্বস্ত কংগ্রেস৷ বলা ভাল, আপে-র সামনে মাথা তুলতে পারেনি কোনও দলই৷

ইস্তফা দিলেন সিধু৷
ইস্তফা দিলেন সিধু৷
#অমৃতসর: পঞ্জাবে বিপর্যয়ের মুখে কংগ্রেস৷ পরাজয় স্বীকার করে নিয়ে আম আদমি পার্টিকে শুভেচ্ছা জানালেন পঞ্জাবের কংগ্রেস সভাপতি৷ অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে নিজেও পরাজিত হয়েছেন সিধু৷
ট্যুইট বার্তায় সিধু লিখেছেন, 'জনতার স্বরই ঈশ্বরের স্বর৷ পঞ্জাবের মানুষের এই রায় বিনম্র ভাবে স্বীকার করছি৷ আপ-কে অভিনন্দন৷'
advertisement
advertisement
পঞ্জাবে আপ ঝড়ে কার্যত বিধ্বস্ত কংগ্রেস৷ বলা ভাল, আপে-র সামনে মাথা তুলতে পারেনি কোনও দলই৷ সিধুর পাশাপাশি দুই কেন্দ্র থেকে লড়েও পরাজিত হয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি৷ পরাজিত হয়েছেন কংগ্রেসের বিদায়ী মন্ত্রিসভার অধিকাংশ সদস্য৷
advertisement
এর পাশাপাশি পাটিয়ালা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ ট্যুইট করে নিজেই পরাজয় স্বীকার করে নিয়েছেন ক্যাপ্টেন৷ মুখ্যমন্ত্রী পদ হারানোর পঞ্জাব লোক কংগ্রেস নামে নিজের দল গঠন করেছিলেন অমরিন্দর সিং৷ বিজেপি-র সঙ্গে জোটও গড়েছিলেন তিনি৷ কিন্তু ক্যাপ্টেনের সঙ্গে সেই জোটকেও প্রত্যাখ্যান করল পঞ্জাবের মানুষ৷
advertisement
advertisement
ট্যুইট বার্তায় অমরিন্দর সিং লিখেছেন, 'মানুষের রায় আমি মাথা পেতে নিচ্ছি৷ গণতন্ত্রের জয় হয়েছে৷ জাতপাতের ঊর্ধ্বে উঠে পঞ্জাবিরা পঞ্জাবিয়তের প্রকৃত উদ্দেশ্য মেনে মেনে ভোট দিয়েছেন৷'
শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাবে ৯৩টি আসনে এগিয়ে রয়েছে আপ৷ মাত্র ১৭টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস৷
বাংলা খবর/ খবর/দেশ/
Punjab Election Results 2022: 'মানুষের রায়ই ঈশ্বরের স্বর', পঞ্জাবে কংগ্রেসের বিপর্যয়ের পর আপকে অভিনন্দন সিধুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement