উত্তর প্রদেশে ২৬৮ আসনে এগিয়ে গেল বিজেপি৷ জয় নিশ্চিত হওয়ার পর বিকেলে লখনউয়ে বিজেপি সদর দফতরে পৌঁছলেন যোগী আদিত্যনাথ৷ যোগী এসে পৌঁছনো মাত্রই উন্মাদনায় ফেটে পড়েন সমর্থকরা৷ শুরু হয় আবির খেলা৷ উত্তর প্রদেশে গত ৩৭ বছরের মধ্যে এই প্রথম পর পর দু' বার ক্ষমতায় ফিরলেন কোনও মুখ্যমন্ত্রী৷