আরও পড়ুন- পঞ্জাব জয়ের পর এবার লক্ষ্য হিমাচল প্রদেশ! ৬৮ টি আসনেই বিধানসভা নির্বাচনে লড়বে আপ
টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেন, “যখন সংসার চালানোর বাধ্যবাধকতা ছিল তখন থেকেই ঝাড়ু আমাদের সঙ্গী এবং এখন ‘ঝাড়ু’ (আপের দলীয় প্রতীক) আমাদের ছেলেকে বিধানসভা নির্বাচনে জিতিয়ে স্বীকৃতি দিয়েছে। এটি আমাদের জীবনের অংশ হয়েই থাকবে।”
advertisement
ছেলের (AAP Candidate Labh Singh) জয়ের ঠিক একদিন পরে, ১১ মার্চ সবাইকে অবাক করে দিয়ে স্কুল পরিষ্কার করতে হাজির হন বলদেব। “আমি অত্যন্ত আনন্দিত যে আমার ছেলে এই জয় অর্জন করেছে, তাও বর্তমান মুখ্যমন্ত্রীকে হারিয়ে! তবে আমি আমার দায়িত্ব পালন করে যাব। এটা আমার জীবনের অংশ। এই চাকরি থেকে আমার উপার্জন সংসার চালাতে সাহায্য করে,” বলেন বলদেব।
লাভ সিংয়ের (AAP Candidate Labh Singh) বাবা একজন গাড়িচালক, তাঁর স্ত্রী সেলাইয়ের কাজ করেন। ২০১৩ সালে AAP-দলে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদানের আগে একটি মোবাইল মেরামতির দোকান চালাতেন লাভ সিং। পরিবারের কাছে নির্বাচনী প্রচারের প্রয়োজনীয় অর্থ ছিল না, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরাই এই দায়িত্ব সামলেছেন।
আরও পড়ুন- প্রথম নির্বাচনেই পঞ্জাবে মুখ্যমন্ত্রীকে হারালেন মোবাইল মেকানিক লাভ সিং উগোকে!
দ্বাদশ শ্রেণি অবধি পড়াশোনা করেছেন লাভ সিং, প্রথম দিন থেকেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। চন্নির বিরুদ্ধে ‘আম আদমি’র মুখোশ পরার অভিযোগ করেছিলেন তিনি। “আমার নির্বাচনী এলাকায় ৭৪ টি গ্রাম রয়েছে এবং প্রতিটি গ্রামের সমস্যা আমি জানি। চন্নি সাহেব ভাদৌর আসনের ১০ টি গ্রামের নামও জানেন না,” বলেছিলেন লাভ সিং (AAP Candidate Labh Singh)।
নিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ পেতে উন্মুখ লাভ সিংয়ের পরিবারও, কিন্তু বিলাসিতা চান না কেউই। বলদেব কৌর মনে করেন, নির্বাচনী বিজয় তাদের ভাগ্য ফেরাতে পারবে না। “আমরা মনে করি না যে আমাদের ভাগ্য বিশাল বদলে যাবে কারণ লাভ সিং সৎ থেকে কাজ করবে এবং আমরা সৎপথেই যে অর্থ উপার্জন করব তা দিয়ে আমাদের সংসার চালাব,” বলেন লাভ সিংয়ের মা।
লাভ সিংয়ের স্ত্রী বীরপাল কৌরও (Labh Singh wife, Veerpal Kaur) জানিয়েছেন তিনি আগের মতোই কাজ চালিয়ে যাবেন এবং পরিবারে আর্থিক অবদান বজায় রাখবেন। তবে রাতারাতি লাইমলাইটে আসা লাভ সিংকে (AAP Candidate Labh Singh) অভিনন্দন জানাতে আসা ভিড় এবং ব্যস্ততা দেখে কিছুটা অস্বস্তিতে লাভ সিংয়ের বাবা দর্শন সিং (Labh Singh father Darshan Singh)। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেন, “আমরা দরিদ্র মানুষ এবং লাভ আমাদের জীবনের নতুন অর্থ এনে দিয়েছে, আমরা যেভাবে জীবনযাপন করছি তাতে আমরা খুশি।”