আরও পড়ুন- সরকারি অফিসে মুখ্যমন্ত্রী নয়, থাকবে ভগত সিং আম্বেদকরের ছবি! ঘোষণা ভগবন্ত মানের
পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বার্নালা জেলার ভাদৌর আসনে আম আদমি পার্টির (এএপি) প্রার্থী লাভ সিং উগোকের কাছে হেরেছেন (Punjab Election Result 2022)। প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন লাভ সিং। নির্বাচনের আগে যে মানুষকে কেউই চিনতেন না সেই লাভ সিং উগোকে রাতারাতি সারা দেশের চর্চিত মুখ হয়ে উঠেছেন। লাভ সিংয়ের মা একটি সরকারি স্কুলের সাফাইকর্মী এবং বাবা ক্ষেতে শ্রমিক ও গাড়ি চালক হিসেবে কাজ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির বিরুদ্ধে প্রথম নির্বাচনেই (Punjab Election Result 2022) জয় লাভ করে এক ইতিহাস তৈরি করেছেন লাভ সিং (Labh Singh Ugoke)। প্রচার করতে গিয়ে মোটরসাইকেল বা পাবলিক বাসে করেই গ্রামে গ্রামে ঘুরেছেন লাভ সিং। বিধায়ক হওয়ার আগে তিনি ব্লক প্রধান ছিলেন। এরপর তাঁকে সার্কেল প্রধান করা হয়। লাভ সিংয়ের দ্বাদশ শ্রেণি অবধি পড়াশোনা করেছেন।
advertisement
লাভ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ আম আদমি পার্টির আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি বলেন, “ভাদৌর থেকে যে লাভ সিং চরণজিৎ সিং চন্নি জিকে পরাজিত করেছেন তিনি একটি মোবাইল ফোন মেরামতির দোকানে কাজ করেন। একজন সাধারণ কর্মী জীবনজ্যোত কৌর সিধুজি এবং মাজিথিয়া দু’জনকেই পরাজিত করেছেন...আমরা ৭৫ বছর নষ্ট করেছি আরএখন সময় নষ্ট করবেন না।”
আরও পড়ুন- ১ লাখ ভোটে জিতলেন যোগী, কেন পঞ্জাবে হারলেন চান্নি, উত্তরাখণ্ডে পুষ্কর সিং ধামি?
কেজরিওয়াল বলেন, “মানুষ অনেক আশা জাগিয়েছে, আমাদের তা ভাঙতে দেওয়া উচিত নয়। আমি কর্মীদের বলতে চাই, গালির জবাব গালি দিয়ে হবে না। দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। ভালোবাসার রাজনীতি করতে হবে, সেবার রাজনীতি করতে হবে।” কেজরিওয়াল আশাবাদী যে, আগামী সময় ভারতের সময় হতে চলেছে। বিশ্বের এক নম্বর দেশ হওয়া থেকে ভারতকে কেউ আটকাতে পারবে না বলেই মনে করেন তিনি।