TRENDING:

Bhagwant Mann: আর লক্ষ লক্ষ টাকা নয়, প্রাক্তন বিধায়কদের পেনশনে কাটছাঁট পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

Last Updated:

প্রায় আড়াইশো জন প্রাক্তন বিধায়ককে প্রতি মাসে পেনশন দিতে হয় পঞ্জাব সরকারকে৷ মানের (Bhagwant Mann) এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের তাই অনেকটাই আর্থিক সাশ্রয় হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: পঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই প্রাক্তন বিধায়কদের পেনশেন কাটছাঁট করলেন ভগওয়ান্ত মান (Bhagwant Mann)৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে বিধায়ক হিসেবে শুধুমাত্র একটি মেয়াদের হিসেবেই পেনশন পাবেন প্রাক্তন বিধায়করা৷ পঞ্জাব সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী, বিধায়ক হিসেবে একজন যতবার নির্বাচিত হবেন, ততগুলি মেয়াদের হিসেবেই তাঁকে পেনশন দেওয়া হত৷
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান৷ Photo-PTI
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান৷ Photo-PTI
advertisement

হিসেব অনুযায়ী, এক বার নির্বাচিত হলে একজন প্রাক্তন বিধায়করা মাসে প্রায় ৭৫ হাজার টাকা করে পেনশন পান৷ তার পরের প্রত্যেকবারের জন্য আরও ৬৬ শতাংশ করে পেনশন পেতেন তিনি৷ ফলে যিনি চার বা পাঁচ বার বিধায়ক নির্বাচিত হয়েছেন, তিনি মাসে কয়েক লক্ষ টাকা পেনশন পেতেন৷ তার বদলে এবার থেকে একটি মেয়াদের হিসেবেই মাসিক ৭৫ হাজার টাকার মতো পেনশন পাবেন প্রাক্তন বিধায়করা৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর করার ফলে যে সাশ্রয় হবে, তা উন্নয়নমূলক কাজে খরচ করা হবে৷

advertisement

আরও পড়ুন: যোগী সরকার ২.০-এর একমাত্র মুসলিম মন্ত্রী দানিশ আনসারি, কে আদিত্যনাথের বিশ্বস্ত এই যুব নেতা?

প্রায় আড়াইশো জন প্রাক্তন বিধায়ককে প্রতি মাসে পেনশন দিতে হয় পঞ্জাব সরকারকে৷ মানের এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের তাই অনেকটাই আর্থিক সাশ্রয় হবে৷ একটি ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান মান৷ মান বলেন, 'পঞ্জাবের প্রাক্তন বিধায়ক যাঁরা দু'বার, পাঁচ বার অথবা দশ বারও ভোটে জিতেছেন, তাঁরা শুধুমাত্র একটি মেয়াদের জন্যই পেনশন পাবেন৷' পঞ্জাবের মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, এমন অনেক সাংসদ রয়েছেন যাঁরা অতীতে বিধায়ক থাকার জন্যও পেনশন পাচ্ছেন৷

advertisement

Koo App

Today we have taken another big decision. Changes will be made in the pension formula of MLAs in Punjab. Now MLAs will get only one pension. Thousands of crores of rupees spent on the pension of MLAs will now be used for the betterment of the people of Punjab.

advertisement

View attached media content

- Bhagwant Mann (@bhagwantmann) 25 Mar 2022

মান বলেন, 'আমাদের রাজনৈতিক নেতারা, বিধায়করা হাতজোড় করে মানুষকে সেবা করার কথা বলেন৷ কিন্তু আপনারা জানলে অবাক হবেন, বহু বিধায়ক যাঁরা তিন বার, চার বার বা পাঁচ বার ভোটে জেতার পর হেরে গিয়েছেন অথবা টিকিট পাননি, তাঁরা পেনশন বাবদ প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাচ্ছেন৷ কেউ সাড়ে তিন লক্ষ টাকা পান, কারও পেনশন আবার সাড়ে চার লাখ বা ৫ লক্ষ ২৫ হাজার৷' পেনশনে কাটছাঁট করার জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী৷

advertisement

আরও পড়ুন: লক্ষ্য চব্বিশ, তেইশে মোদির 'ঘরে' আঘাত হানতে বড় সিদ্ধান্ত প্রশান্ত কিশোরের?

শিরোমণি অকালি দলের নেতা, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এগারো বারের বিধায়ক প্রকাশ সিং বাদল কিছুদিন আগে নিজে থেকেই পেনশন না নেওয়ার কথা জানান সরকারকে৷ বাদল রাজ্য সরকার এবং বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখে জানান, তাঁর পেনশেনর টাকা যেন দরিদ্র ছাত্রীদের পড়াশোনার মতো সামাজিক কাজে লাগানো হয়৷ পেনশন নিলে বাদল প্রতি মাসে পাঁচ লক্ষ টাকার বেশি পেতেন প্রকাশ সিং বাদল৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানিয়েছেন কংগ্রেস বিধায়ত পরগৎ সিং৷ শিরোমণি অকালি দলের নেতা এবং প্রাক্তন মন্ত্রী দলজিৎ সিং চিমাও ভগওয়ান্ত মানের সিদ্ধান্তের প্রশংসা করেছেন৷ তবে প্রাক্তন কংগ্রেস বিধায়ক কুলদীপ বেদের প্রশ্ন, যে বিধায়কদের কোনও ব্যবসা অথবা অন্য কোনও আয়ের উৎস নেই, তাঁদের সংসার চলবে কীভাবে?

বাংলা খবর/ খবর/দেশ/
Bhagwant Mann: আর লক্ষ লক্ষ টাকা নয়, প্রাক্তন বিধায়কদের পেনশনে কাটছাঁট পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল