বিহারে আগামী নির্বাচনে তাঁর দল কেমন ফল করতে পারে, সে বিষয়ে পিকে-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি দু’টো সম্ভাবনা দেখতে পাচ্ছি৷ মানুষ বিকল্প হিসাবে জনসুরজ পার্টিকে বিবেচনা করেছেন, কিন্তু ভোট দেওয়া হচ্ছে অনেকটা বিশ্বাসে ভর করে ঝাঁপ দেওয়ার মতো৷ দীর্ঘ হতাশার পরে মানুষ সেটা চান কিনা, সেটাই দেখার৷’’
advertisement
এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছেন, ২০২৫ এর বিহার বিধানসভা নির্বাচনে তাঁর দল জন সুরজ পার্টি হয় ১০ টা আসন পাবে, নয় ১৫০টার বেশি৷
এবারের নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছেন তিনি৷ কেন এমন সিদ্ধান্ত? সেই প্রশ্নেরও উত্তর দেন পিকে৷ তাঁর যুক্তি, ‘‘আমি কখনই ঘোষণা করিনি যে কোথাও কোনও কেন্দ্র থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব৷ আমি বলেছিলাম, আমি যদি ভোটে লড়ি, তাহলে কারগহর থেকে লড়ব৷ আমি X- ফ্যাক্টর নই৷’’
প্রশান্তের দাবি, ‘‘যখন ১৪ নভেম্বর ভোটের রেজাল্ট বেরবে, তখন জন সুরজ কটা আসনে জিতল সেটা বড় হবে, নাকি আমি ভোটে লড়লাম কি না সেটা বড় হবে? সাধারণ ভাবে যে ছবিটা তুলে ধরা হয়েছে, যেন এনডিএ আর মহাগঠবন্ধন জোট ছাড়া বিহারে আর কোনও বিকল্প নেই, এই মনে হওয়াটা এক কথা, আর বাস্তবটা আরেক৷ পরিসংখ্যান বলছে বিহারের এক তৃতীয়াংশ মানুষ না জোটে ভোট দিতে চায়, না এনডিএ-কে৷ আমার মনে হয়, অন্তত ১৬০-১৭০টি আসনে জন সুরজ পার্টি ত্রিমুখী লড়াইয়ের কারণ হবে৷’’
