রবিবার সেই সব অভিযোগ ও কটাক্ষের মুখে জোরালো জবাব দিলেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)। গান্ধি পরিবারের সংঘাতের প্রশ্নে তাঁর সাফ জবাব,”সংঘাত কোথায়!” কিছুদিন আগেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, প্রিয়াঙ্কা গান্ধি এবং রাহুল গান্ধির (Rahul Gandhi) মধ্যে “ফাটল” কংগ্রেসের পতন ঘটাবে। যোগীর সেই আক্রমণেরও পাল্টা রবিবার দিয়ে রাখলেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi Rahul Gandhi)।
advertisement
আরও পড়ুন : গোয়ায় ভোট শুরুর আগে স্টিং অপারেশনের ভিডিও নিয়ে তোলপাড়! কমিশনে অভিযোগ তৃণমূলের
ঠিক কী বলেছেন প্রিয়াঙ্কা? যোগীকে 'সংঘর্ষ' নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়ে প্রিয়াঙ্কা বলেন, "আমি আমার দাদার জন্য জীবন দিতে পারি। ও-ও জীবন দিতে পারে আমার জন্য।” সেই সঙ্গেই তাঁর পাল্টা কটাক্ষ, ”ফাঁটল আসলে যোগীর মনে। তাঁর কথায়, "মনে হচ্ছে বিজেপির মধ্যেই দেখা দিয়েছে সেই ফাঁটল। ওঁর সঙ্গে মোদি ও অমিত শাহের সম্পর্কেরই অবনতি হয়েছে।”
১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে শুরু হয়ে গিয়েছে নির্বাচন। চলছে পুরোদমে প্রচার। হেলিকপ্টারে করে জনসভার দিকে উড়ে যাওয়ার আগে এভাবেই বিরোধী শিবিরকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi Rahul Gandhi)। উত্তরপ্রদেশের নির্বাচনের প্রাক্কালে এমনই আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। রাজ্যের নির্বাচনী ইস্তেহার প্রকাশের সময় যখন তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, উত্তরপ্রদেশে কংগ্রেসের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ কে, তখন তিনি বলে উঠেছিলেন, ‘‘আপনারা কি অন্য কারও মুখ দেখতে পাচ্ছেন? আমার মুখই তো সর্বত্র দেখা যাচ্ছে, তাই না? ব্যাস।’’
আরও পড়ুন : তৃণমূলের সর্বভারতীয় কর্মসমিতি ঘোষণা, রয়েছেন মমতা-অভিষেক-সহ ২০ জন
তাঁর এমন মন্তব্য থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে এবারের নির্বাচনে বিরোধী দলগুলির যোগী, অখিলেশের মতোই তিনিও তাঁর দলের ‘মুখ্যমন্ত্রীর মুখ’। যদিও পরে নিজের মন্তব্য থেকে সরে আসেন কংগ্রেস নেত্রী (Priyanka Gandhi)। বলেন, “আমি এটা বলছি না যে আমি একমাত্র মুখ। তবে আপনারা বারবার একই প্রশ্ন করেন, তাই আমিও একটু বাড়িয়েই বলেছিলাম।”