বিহারের ভোটে প্রার্থীতালিকা দিয়ে প্রাক্তন ভোটকুশলী পিকে বলেন, ‘আজ যাঁরা টিকিট পাননি তাঁদের একটু রাগ বা হতাশ হওয়া স্বাভাবিক, কিন্তু তাঁরা জানেন যে জন সুরজে অর্থ বা পেশীশক্তির কোনও প্রভাব নেই। আমরা সমাজের কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছি, এবং কেবল ২৪৩ জন নয়, বরং হাজার হাজার মানুষ বিহারে জন সুরজ প্রতিষ্ঠায় অবদান রেখেছেন, যাঁদের মধ্যে ২৪৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’
advertisement
ভোটমুখী বিহারে প্রথম ৫১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি। পিকের এই নতুন দলের ৫১ জন প্রার্থীর তালিকায় রাজনীতির প্রচলিত মুখের বদলে দেখা গেল একেবারে আলাদা ছবি– প্রার্থী হয়েছেন বিশিষ্ট গণিতজ্ঞ, অভিজ্ঞ আইনজীবী, চিকিৎসক, প্রাক্তন আমলা এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারেরা।
প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর, দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। মোট ২৪৩ আসনের ভোটে ২৪৩ আসনের সবক’টিতেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। আপাতত ৫১ জনের নাম ঘোষণা করলেন প্রাক্তন ভোটকুশলী। তবে পিকে নিজে ভোটে লড়বেন কি না, তা স্পষ্ট করেনি তাঁর দল।