TRENDING:

Shocking News: রাস্তায় পড়েছিল লজেন্স, মুখে দিতেই মৃত ৪ শিশু! শোরগোল কুশিনগরে

Last Updated:

রাস্তা থেকে তুলেই মুখে দিয়েছিল শিশুরা। প্রত্যেকেই মারা গিয়েছে তার পর। (Shocking News)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: উত্তরপ্রদেশের কুশিনগর জেলার মারাত্মক ঘটনা শুনে চমকে উঠছে গোটা দেশ (Shocking News)। বুধবার সকালে বিষমাখা লজেন্স খেয়ে চার শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে এই জেলার সিনসাই গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত প্রত্যেক শিশুর বয়স সাত বছরের কম (Shocking News)। প্রত্যেকেই এদিন সকালে বাড়ির বাইরে খেলছিল। সেই সময় রাস্তায় কয়েকটি লজেন্স পড়ে থাকতে দেখে তারা। সেগুলি রাস্তা থেকে তুলেই মুখে দিয়েছিল শিশুরা। প্রত্যেকেই মারা গিয়েছে তার পর। (Shocking News)
Shocking News (প্রতীকী ছবি)
Shocking News (প্রতীকী ছবি)
advertisement

আরও পড়ুন: বলিউডে পা রাখার অপেক্ষা, সেই আনন্দে ৮০ লক্ষের গাড়ি কিনলেন শানায়া কাপুর!

এই মর্মান্তিক ঘটনায় শিউড়ে উঠছে গোটা দেশ। কে, কেন রাস্তায় ওই ভাবে বিষাক্ত লজেন্স ফেলেছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনা পূর্বপরিকল্পিত না দুর্ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ওই লজেন্সের নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সেগুলি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। মৃত শিশুদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শিশুদের মা-বাবারা প্রত্যেকেই দিনমজুর। সেই সময় সম্ভবত বাড়িতেও ছিলেন না তাঁরা।

advertisement

আরও পড়ুন: সাপের গায়ে বড় বড় লোম, বিরল বিষধর উদ্ধার ঘিরে তুমুল শোরগোল! দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

প্রতিবেশীরাই শিশুদের রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই হাসপাতাল ও ঘটনাস্থলে দুটি পুলিশের দল ভাগ হয়ে কাজ শুরু করেছে। ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারগুলিকে সাহায্যের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Shocking News: রাস্তায় পড়েছিল লজেন্স, মুখে দিতেই মৃত ৪ শিশু! শোরগোল কুশিনগরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল