TRENDING:

PM Narendra Modi and Farmer's Protest: কৃষকরা যত শক্তিশালী হবে, নতুন ভারত তত সমৃদ্ধ হবে: কৃষকদের আস্থা জিততে মন্তব্য মোদির

Last Updated:

Farmer's Protest against Modi Government: মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ২০২১ সালের ১৯ নভেম্বর তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
PM Narendra Modi: কৃষকরা যত শক্তিশালী হবে, নতুন ভারত তত বেশি সমৃদ্ধ হবে! রবিবার এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদি জানান ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ এবং অন্যান্য কৃষি-সম্পর্কিত প্রকল্পগুলি কোটি কোটি কৃষককে নতুন শক্তি দিচ্ছে। ট্যুইটারে প্রধানমন্ত্রী একটি পোস্টারও শেয়ার করেছেন। তাতে বলা হয়েছে, ১.৮২ লক্ষ কোটি টাকা সরাসরি ১১.৩ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। মুলত ওই গ্রাফিক পোস্টারে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ এবং অন্যান্য কৃষি-সম্পর্কিত প্রকল্পের আওতায় কৃষকরা যে সুবিধাগুলি পেয়েছেন বলে সরকার দাবি করে, সেগুলিরই কথা বলা হয়েছে।
advertisement

আরও পড়ুন- জন্মদিনে প্রেমিকাকে মদ খাইয়ে ধর্ষণ! মৃত্যু নাবালিকার, পলাতক অভিযুক্ত প্রেমিক

“দেশ আমাদের কৃষক ভাই ও বোনদের জন্য গর্বিত। তাঁরা যত শক্তিশালী হবেন, নতুন ভারত তত বেশি সমৃদ্ধ হবে। আমি খুশি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং কৃষি সম্পর্কিত অন্যান্য প্রকল্পগুলি দেশের কোটি কোটি কৃষককে নতুন শক্তি দিচ্ছে,” হিন্দিতে একটি ট্যুইটে বলেছেন মোদি।

advertisement

advertisement

উল্লেখযোগ্য বিষয় হল, কৃষক আন্দোলনের মুখে পড়েই কৃষি বিল প্রত্যাহার করে নেয় ক্ষমতাসীন বিজেপি সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে কৃষকদের অধিকার অর্জন এক পর্যায়ে অসম্ভব মনে হলেও শ্রমিক শ্রেণি এবং সমাজের বিস্তীর্ণ অংশের অভূতপূর্ব সমর্থনে কৃষকদের ঐক্যবদ্ধ আন্দোলন তা অর্জন করে দেখিয়েছিল। আর তার ফলেই মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ২০২১ সালের ১৯ নভেম্বর তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে।

advertisement

আরও পড়ুন- বিশ্ব হোমিওপ্যাথি দিবস ২০২২: সত্যিই কি কঠিনতম রোগও সারাতে পারে হোমিওপ্যাথি?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শুধু তাই নয় ২০১৮ সালে পঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে হাজারে হাজারে কৃষক কিষাণ মুক্তি মার্চে যোগ দেন। সারা ভারত থেকে প্রায় ২০০ টি বড় এবং ছোট কৃষক দল জোট বেঁধে প্রথমে শহরের বিভিন্ন পয়েন্টে জড়ো হন এবং তারপর হেঁটে রামলীলা ময়দানে যান। সেই ঐতিহাসিক কৃষক মিছিল এবং আন্দোলনের জেরে মোদি সরকারের পিছু হঠার পরে প্রধানমন্ত্রীর এই মন্তব্য কৃষকদের মধ্যে বিজেপির আস্থা কতটা বাড়াতে পারবে এই প্রশ্নও তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi and Farmer's Protest: কৃষকরা যত শক্তিশালী হবে, নতুন ভারত তত সমৃদ্ধ হবে: কৃষকদের আস্থা জিততে মন্তব্য মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল