TRENDING:

North East Railway: রেল পরিকাঠামোর জন্য অধ্যায়! অসমের প্রথম অমৃত ভারত প্রকল্পের স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Last Updated:

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, বাংলা-অসম-ত্রিপুরা-মেঘালয়ের মধ্যে যোগাযোগ মাধ্যম হিসাবে এই স্টেশনের পরিকাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অসম: বৃহস্পতিবার অসমের পুনর্বিকশিত হয়বরগাঁও রেলওয়ে স্টেশনটির ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানটি অমৃত ভারত স্টেশন স্কিম (এবিএসএস)-এর ক্ষেত্রে একটি মাইলফলকই বটে।
* অসমের প্রথম অমৃত ভারত প্রকল্পের স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 
* অসমের প্রথম অমৃত ভারত প্রকল্পের স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 
advertisement

গোটা দেশের রাজ্যগুলিতে চিহ্নিত ৫০টি স্টেশনের মধ্যে অসমের প্রথম রেলওয়ে স্টেশন হয়ে উঠছে এটি। এই উদ্বোধন দেশব্যাপী ১০৩টি পুনর্বিকাশিত স্টেশনগুলিতে আয়োজিত একটি অনুষ্ঠানের অংশ। উত্তর-পূর্ব সীমান্ত রেলের অন্তর্ভুক্ত যে সব স্টেশনে অমৃত ভারত প্রকল্পে কাজ হচ্ছে, তার মধ্যে অন্যতম হল এই স্টেশন।

আরও পড়ুন: পকেটে ৩৩০ টাকা, অমৃতসরে পাকিস্তান সীমান্তের কাছে ঘুরছিলেন বৃদ্ধ! ঠিক চিনে নিল বিএসএফ

advertisement

হয়বরগাঁও স্টেশনের পুনর্বিকাশ কেবল প্রযুক্তিগতএবং স্থাপত্যের উন্নয়নেরই নয়, বরং উত্তর-পূর্ব ভারতকে দ্রুত জাতীয় উন্নয়নের ধারায় নিয়ে আসার ক্ষেত্রে সরকারের অভিপ্রায়েরও প্রতীক। এটি উত্তর-পূর্ব সীমান্ত রেলওেয়র পাশাপাশি অসমের জন্যও একটি গৌরবের মুহূর্ত। কারণ এটি ভারতীয় রেলওয়ের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী স্টেশন পুনর্বিকাশ পদক্ষেপের মধ্যে একটি।

প্রধানমন্ত্রী যখন এই প্রবেশদ্বারটি উদ্বোধন করবেন, তখন হয়বরগাঁও কেবল একটি স্টেশন হিসাবেই নয়, বরং অসম এবং উত্তর-পূর্বাঞ্চলের জনগণের প্রগতি, গৌরব এবং প্রতিশ্রুতির প্রতীক হিসাবেও আত্মপ্রকাশ করবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, বাংলা-অসম-ত্রিপুরা-মেঘালয়ের মধ্যে যোগাযোগ মাধ্যম হিসাবে এই স্টেশনের পরিকাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
North East Railway: রেল পরিকাঠামোর জন্য অধ্যায়! অসমের প্রথম অমৃত ভারত প্রকল্পের স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল