মোদি বলেন, ‘নকশাল সন্ত্রাস বিহারকে ধ্বংস করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল এবং পূর্ববর্তী আরজেডি সরকার এর সুযোগ নিয়েছিল।’ ‘জঙ্গলরাজ’ রাজনীতি প্রচারের জন্য আরজেডির তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিহারের মানুষ কিচ্ছু ভোলেনি।’ তিনি আত্মবিশ্বাসী যে জনগণ আবারও এনডিএ-র ‘ডাবল-ইঞ্জিন’ সরকারকেই নির্বাচিত করবে।
advertisement
এদিকে বড় ঘোষণা করে দিলেন অশোক গেহলট। বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লালুপুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট।
বিহার বিধানসভা নির্বাচনের আগে মহাজোট নিয়ে বড় ঘোষণা সামনে আসতেই হইচই। লালুপুত্র তেজস্বী যাদবকেই তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করল জোট শিবির। পটনার হোটেল মৌর্যে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পরেই সাংবাদিক সম্মেলন করে, কংগ্রেস, বামপন্থী এবং অন্যান্য জোট সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে।