বাংলায় কবে শুরু হবে এসআইআর? বড় আপডেট দিয়ে দিল নির্বাচন কমিশন!
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
SIR: রাজ্যে খুব শিগগিরই শুরু হতে চলেছে এসআইআর। এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বড় ইঙ্গিত জাতীয় নির্বাচন কমিশনের। বাংলা ছাড়াও আরও কয়েকটি রাজ্যে শিগগিরই শুরু হবে এসআইআর। এমনটাই ইঙ্গিত মিলল কমিশনের বৈঠকে।
advertisement
1/5

রাজ্যে খুব শিগগিরই শুরু হতে চলেছে এসআইআর। এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বড় ইঙ্গিত জাতীয় নির্বাচন কমিশনের। বাংলা ছাড়াও আরও কয়েকটি রাজ‍্যে শিগগিরই শুরু হবে এসআইআর। এমনটাই ইঙ্গিত মিলল কমিশনের বৈঠকে।
advertisement
2/5
উল্লেখ্য, আগামী বছর পশ্চিমবঙ্গ-সহ যে ছয় রাজ‍্যের ভোট রয়েছে, সেখানকার সিইওদের সঙ্গে একান্তে বৈঠক করল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, নির্বাচনমুখী রাজ‍্যগুলিতে আগে এসআইআর করাতে পারে কমিশন।
advertisement
3/5
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। বাংলায় এসআইআর চালু হবে কবে থেকে? নির্বাচন কমিশন সূত্রে খবর সব ঠিক থাকলে ঘোষণা হতে পারে চলতি সপ্তাহেই।
advertisement
4/5
বুধ ও বৃহস্পতিবার এসআইআর নিয়ে বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বৈঠক শেষে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, অসম, তামিলনাড়ু, পুডুচেরি, কেরালা এবং পশ্চিমবঙ্গের সিইওদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশন। নির্বাচনমুখী এই রাজ‍্যগুলিতে SIR-এর প্রস্তুতি নিয়ে বিশেষ আলোচনা হয়।
advertisement
5/5
প্রসঙ্গত, দেশের সবক’টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ‍্য নির্বাচনী আধিকারিকদের নিয়েই এসআইআর সংক্রান্ত বৈঠক করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার, এসএস সান্ধু ও বিবেক যোশীর উপস্থিতিতে বৈঠক চলে টানা দুদিন। সেই বৈঠকেই বড় ইঙ্গিত দিয়ে দিল কমিশন।