ইতিমধ্যেই গোটা রাজ্যবাসী জেনে গিয়েছেন যে, নাগরাকাটায় কিছুদিন আগে কী ঘটনা ঘটেছে। যেখানে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন বিজেপির দুইজন জনপ্রতিনিধি খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। সেখানে তাদের ওপর বিধ্বংসী হামলা হয়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খগেনবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন।
advertisement
তাঁর চোখের নীচে গুরুতর আঘাত লেগেছে বলে খবর। আর দলেরই একজন সতীর্থ তথা একজন সাংসদ যখন এইভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তখন দিদি হিসেবে নিজের কর্তব্য পালন করে সেই সাংসদের পাশে দাঁড়িয়ে তার মনোবলকে আরও বাড়িয়ে দিতে হাসপাতালে পৌঁছে গেলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। যেখানে খগেন মুর্মুকে সেই হাসপাতালেই ভাইফোঁটা দিলেন তিনি। আর এই দৃশ্য সামনে আসার পরেই তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। এখনও পর্যন্ত যাঁরা মূল অভিযুক্ত, তারা গ্রেফতার হয়নি বলেই দাবি করছে বিরোধীরা।