TRENDING:

PM Modi On Pariksha Pe Charcha: "পরীক্ষার চাপ মোকাবিলা করতে হলে...", শিক্ষার্থীদের ৫টি মোক্ষম টিপস প্রধানমন্ত্রী মোদির

Last Updated:

PM Modi On Pariksha Pe Charcha: পড়ুয়াদের প্রশ্নের উত্তরে মোদি বলেন, “পরীক্ষাকে (Exam) উৎসব বলে মনে করতে হবে। আনন্দ করে পরীক্ষা দিতে হবে।”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : বোর্ডের পরীক্ষা শুরু হবে ২৬ এপ্রিল। তার আগে দিল্লির তালকাটরা স্টেডিয়ামে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সঙ্গে ‘পরীক্ষা পে চর্চা’য় (Pariksha Pe Charcha) চাপ মোকাবিলায় বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শিক্ষার্থীদের সঙ্গে এদিন কথা বলেন মোদি এবং তাদের প্রশ্নের উত্তর দেন যত্ন সহকারে। প্রধানমন্ত্রী মোদি (PM Modi On Pariksha Pe Charcha) তালকাটোরা স্টেডিয়ামে উপস্থিত শ্রোতাদের বলেন, "এটি আমার প্রিয় অনুষ্ঠান, কিন্তু কোভিডের কারণে আমি আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি। এই অনুষ্ঠানটি আমায় অত্যন্ত আনন্দ দেয়।"
advertisement

আরও পড়ুন : মাস্ক না পরলেও আর শাস্তি নয়! দেশের 'এই' রাজ্যে মিলেছে যাবতীয় বিধিনিষেধ থেকে মুক্তি

পরীক্ষা নিয়ে আলোচনার এই পঞ্চম সংস্করণে, শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন করেছিলেন, যার উত্তর দেন প্রধানমন্ত্রী মোদি। এছাড়াও কথোপকথনের সময় পরীক্ষার চাপ মোকাবেলায় শিক্ষার্থীদের পাঁচটি বড় টিপসও দিয়েছেন প্রধানমন্ত্রী।

advertisement

পড়ুয়াদের প্রশ্নের উত্তরে মোদি বলেন, “পরীক্ষাকে (Exam) উৎসব বলে মনে করতে হবে। আনন্দ করে পরীক্ষা দিতে হবে।” পড়ুয়াদের অনুপ্রেরণা জুগিয়ে তিনি (PM Modi On Pariksha Pe Charcha) বলেন, “পরীক্ষা জীবনেরই একটি অংশ।” কীভাবে সাফল্য আসবে পরীক্ষায়? সাফল্যের মূলমন্ত্র হিসাবে তিনি জানিয়েছেন, “প্রস্তুতি ঠিক মতো না হলে ভয় চেপে বসে। প্রস্তুতি ঠিক থাকলেই পরীক্ষা ভাল হবে। তাই সেদিকে নজর দিতেই হবে।” মোদি আরও বলেন, “আত্মবিশ্বাসে ভর করে পরীক্ষা দিতে হবে। আর সঠিক প্রস্তুতি থাকলেই বাড়বে আত্মবিশ্বাস।”

advertisement

আরও পড়ুন : DVC-র জলাধার সংস্কার প্রসঙ্গে কেন্দ্রের 'জবাবি চিঠি'! মিলে গেল মমতার অভিযোগ

কোভিড-কাল চলাকালীন অনলাইন শিক্ষার (Online Education) গুরুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী (PM Modi On Pariksha Pe Charcha) বলেন, “অনলাইনে সুবিধে অনেক। এর সাহায্যে বিশ্বের যে কোনও প্রান্তে বসে যে কোনও পাঠ নেওয়া যায়।” আজকের ‘পরীক্ষা পে চর্চা’য় তিনি আরও বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার মাধ্যমগুলিও পরিবর্তিত হয়েছে। পড়ুয়াদের অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমকেই সুন্দরভাবে ব্যবহার করা উচিত।”

advertisement

আগামী দিনে দেশের স্বার্থের কথা ভেবেই জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে বলে শুক্রবার এই ভাষণে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi On Pariksha Pe Charcha)। তিনি বলেন, “জাতীয় শিক্ষা নীতিতে লাভবান হবে দেশ। ভারতকে নতুন দিশা দেখাবে জাতীয় শিক্ষা নীতি।” সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে পড়াশোনার ধরনধারণ। সেই কথা উল্লেখ করে মোদী বলেন,” স্কিল নির্ভর পড়াশোনায় জোর দিতে হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে, পরীক্ষার সময় অভিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “পড়ুয়াদের উপর চাপ বাড়াচ্ছেন অভিভাবকরা। চাপ মুক্ত হয়ে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের।” তিনি আরও বলেছেন, “পড়ুয়াদের উপর প্রত্যাশা চাপ বাড়ায়। চাপমুক্ত হয়ে পরীক্ষা দিতে হবে তাঁদের।”

বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi On Pariksha Pe Charcha: "পরীক্ষার চাপ মোকাবিলা করতে হলে...", শিক্ষার্থীদের ৫টি মোক্ষম টিপস প্রধানমন্ত্রী মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল