প্রধানমন্ত্রীর মাথায় ছিল বিশেষ পাগড়ি। যাতে জাতীয় পতাকার তিন রং শামিল। সঙ্গে সাদা কুর্তা এবং নীল জ্যাকেট পরেছেন মোদি। ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানে পাগড়ি পরার ঐতিহ্য প্রতিষ্ঠা করেছেন। গত বছর মোদি গেরুয়া রঙের উপর লাল রঙের কাজ করা পাগড়ি মাথায় তুলেছিলেন।
advertisement
২০২০ সালে গেরুয়ার উপর ঘিয়ে রঙের কাজ করা পাগড়ি পরেছিলেন মোদি। তার আগের বছর মোদির মাথায় ছিল নানা রঙের পাগড়ি। ২০১৪ সালে প্রথম বার প্রধানমন্ত্রী হিসেবে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তিনি। সে বার লাল রঙের যোধপুরী পাগড়ি ছিল তাঁর মাথায়। ২০১৫ সালে গাঢ় হলুদের উপর নানা রঙের কাজ, ২০১৬-তে হলুদ-গোলাপির মিশ্রণ ছিল। ২০১৭ সালে মোদি পরেছিলেন লাল-হলুদ পাগড়ি। ২০১৮ সালে গেরুয়া রং বেছে নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ‘ঘরে ঘরে তেরঙ্গা’! দেশভক্তির ভাবনা উজ্জীবিত করতে একাধিক কর্মসূচির ঘোষণা মোদির
এ বার একেবারে নতুন সাজে দেশবাসীর কাছে ধরা দিলেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে অমৃত মহোৎসবের ঘোষণা হয়েছে এ বার। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তার ঘোষণা করেন।
আরও পড়ুন: লক্ষ্য ২০৪৭-এ স্বাধীনতার শতবর্ষ, লাল কেল্লা থেকে পাঁচ লক্ষ্য বেঁধে দিলেন মোদি
এ বছর ৭৬তম স্বাধীনতা দিবসে এবার কেন্দ্রের তরফে আরও একটি বিশেষ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার আওতায় সরকারি ভবন-সহ ২০ কোটি বাড়ির মাথায় জাতীয় পতাকা ওড়ানোর সংকল্প গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে এই আন্দোলনের শরিক হওয়ার জন্য আবেদন করেছেন নিজে। কেন্দ্রের বিশেষ এই কর্মসূচিরই নাম রাখা হয়েছে 'হর ঘর তেরঙ্গা'।